Adhir Ranjan Chowdhury: মুখ্যমন্ত্রী এবং একসময়ের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
Adhir Ranjan Chowdhury: কলকাতা মেট্রোতে চালু হল আরও তিনটি নতুন রুট। শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বেশ জাঁকজমকভাবেই উদ্বোধন করেন এই নয়া রুটগুলির। তবে নতুন মেট্রো রুটের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে (adhir ranjan chowdhury mamata banerjee)।
দুর্ভাগ্যবশত রেলমন্ত্রী?
এবার সেই প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী এবং একসময়ের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, “মনমোহন সিং দয়া করে দুই বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রী করেছিলেন। সেই দুই বছরের মধ্যে একজন মন্ত্রী সব করে ফেলল (adhir ranjan chowdhury news latest)? নরেন্দ্র মোদী আসলে যেটি আজ করার সুযোগ পেলেন, বাংলার মুখ্যমন্ত্রী তাঁর এই সংকীর্ণ রাজনীতি না করে বামেদের রেল প্রকল্প করার সুযোগ দিলে, তা অনেক আগেই হয়ে যেত। বাংলায় রেল প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সবথেকে বড় বাধার নাম হল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। যিনি দুর্ভাগ্যবশত রেলমন্ত্রী হয়েছিলেন।"
তিনি অভিযোগ তুলেছেন, “দিল্লীতে গিয়ে দেখে আসুন, মেট্রো রেল কাকে বলে! পুনে এবং রাজস্থানেও নতুন নতুন মেট্রো রুট তৈরি হচ্ছে। আমাদের রাজ্যেও সবকিছু ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী রেলের দফারফা করে ছেড়েছেন। বাম আমলে রেল, আরবান অ্যাফেয়ার্স এবং জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'জাইকা'র সহযোগিতায় নোয়াপাড়া মেট্রো স্টেশন অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রীর কারণেই তা সম্ভব হয়নি।"
প্রধানমন্ত্রীকেও নিশানা অধীরের
এমনকি, প্রধানমন্ত্রীকেও নিশানা করেছেন অধীর চৌধুরী। কটাক্ষের সুরে তিনি বলেন, “কংগ্রেসের আমলে শুরু হওয়া প্রকল্পগুলিকে নতুন প্যাকেজিং করে নিজের নামে বিক্রি করছেন মোদীজি।"
নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন প্রাক্তন সাংসদ। তাঁর পরিষ্কার অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রীর সংকীর্ণ রাজনীতির জন্যই বামেদের রেল প্রকল্প করার সুযোগ আটকে যায়। তিনিস এতানা করলে, অনেক আগেই তা হয়ে যেতে পারত।
অর্থাৎ, বাংলায় রেল প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সবথেকে বড় বাধার নাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিজে মুখেই বলে দিলেন অধীর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

