- Home
- West Bengal
- West Bengal News
- আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, ফের ভিজবে বঙ্গ, রইল ওয়েদার আপডেট
আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, ফের ভিজবে বঙ্গ, রইল ওয়েদার আপডেট
- FB
- TW
- Linkdin
বর্তমানে স্বস্তিতে সমতল থেকে পাহাড়। দুদিন হল বৃষ্টি বিদায় নিয়েছে। উত্তর ও দক্ষিণ বঙ্গে উভয় স্থানে স্বস্তি। তবে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার যে ধরনে আবহাওয়া থাকবে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে র একাধিক জেলায় উষ্ণতা ও আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।
এর জেরে সামান্য কাজ করলেও মানুষ হাঁসফাঁস বোঝ করবে। এক কথায় আজ বৃহস্পতিবার অবহাওয়া মোটেও স্বস্তিদায়ক থাকবে না।
আজ রাস্তায় বের হলে বা কাজ করলে মানুষ গরমে হাঁসফাঁস করবে। সব মিলিয়ে আজ গরম থাকবে।
এদিকে আবহাওয়ার পরিস্থিতি ফের বদল হতে পারে। এমনই খবর আবহাওয়া দফতর সূত্রে মিলেছে। খুব শীঘ্রই পরিবর্তন হবে আবহাওয়া।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে পুরোপুরি ভোল বদল হবে আবহাওয়ার। ২০ তারিখ অর্থাৎ আগামী কাল থেকে ফের হতে পারে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রের খবর, ২০ তারিখ ফের একবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তেমনই কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাক।
শুক্রবারও এমনই আবহাওয়া থাকবে। সব মিলিয়ে ফের বদল হতে চলেছে আবহাওয়া। কদিন নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি হল। হালকা, মাঝারী এমনকী ভারী বৃষ্টিও হতে পারে।
এদিকে গতকাল ছিল আংশিক মেঘলা আকারশ। গত কালের সকালের তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।