- Home
- West Bengal
- West Bengal News
- ৩০ বছরে শীতলতম বড়দিনে কেঁপেছে বাংলা, এরকম ঠান্ডা আর কতদিন? রইল আবহাওয়ার পূর্বাভাস
৩০ বছরে শীতলতম বড়দিনে কেঁপেছে বাংলা, এরকম ঠান্ডা আর কতদিন? রইল আবহাওয়ার পূর্বাভাস
বড়দিনের মরশুমে কলকাতা তার শীতলতম সকাল দেখল, যেখানে তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নেমে আসে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুদিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে এবং এই ঠান্ডা বর্ষবরণের আগেও जारी থাকবে।

বড়দিনের মরশুমের শীতলতম সকাল দেখেছে কলকাতা। বৃহস্পতিবার ভোরে এক ধাক্কায় ১৩ ডিগ্রিতে নেমেছিল পারদ। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন ছিল চলতি শীতের সব থেকে শীতলতম দিন। এখন প্রশ্ন হল এই ঠান্ডা আর কদিন?
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বর্ষবরণের আগে আরও কমবে তাপমাত্রা।
হাওয়া অফিসের দেওয়া পর্বাভাস বলছে, বড়দিন থেকে উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই তাপমাত্রার পতন হবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে এখন। সেই সঙ্গে বাড়বে ঠান্ডা।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ভারতে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার জেরে আরও শক্তিশালী হচ্ছে উত্তুরে হাওয়া। এর প্রভাবে দেশ জুড়ে শীত বেড়েছে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কলকাতার তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রির আসে পাশে।
অর্থাৎ আজ শুক্রবারও থাকবে ঠান্ডা আবহাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়েও আজও ঠান্ডায় কাবু হতে চলেছে বঙ্গবাসী।
