হিন্দমোটরের আকাশে উড়োজাহাজ আকৃতির ড্রোন, এমন আকৃতির ড্রোন আগে না দেখায় আতঙ্কিত বাসিন্দারা

হিন্দমোটরে আকাশ থেকে ভেঙে পড়ছে উড়োজাহাজ । এমন দৃশ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে । তবে মজার বিষয় যাকে উড়োজাহাজ ভেবেছিল সেটি আসলে ড্রোন ।

Share this Video

হিন্দমোটরে আকাশ থেকে ভেঙে পড়ছে উড়োজাহাজ । এমন দৃশ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে । তবে মজার বিষয় যাকে উড়োজাহাজ ভেবেছিল সেটি আসলে ড্রোন । আসলে হিন্দ মোটরের একটি বেসরকারি ওষুধের দোকান ড্রোন মারফত ওষুধ সাপ্লাই করার জন্য ট্রায়াল রান করছিল । আর তা দেখেই আতঙ্কিত হয়ে যায় বাসিন্দারা । ঘটনাস্থলে পৌঁছান ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় সিং । স্থানীয় এক বাসিন্দা বলেন, তিনি প্রথমে ভেবেছেন আকাশ থেকে প্লেন ভেঙে পড়েছে | পুলিশ ড্রোন উড়ানোর প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছে বলে জানা গেছে | 

Related Video