- Home
- West Bengal
- West Bengal News
- ডিসেম্বরে রাজ্যে মদ বিক্রির পরিমাণ ২০% কম, হিসেব দিল রাজ্য আফগারি দফতর
ডিসেম্বরে রাজ্যে মদ বিক্রির পরিমাণ ২০% কম, হিসেব দিল রাজ্য আফগারি দফতর
২৫ ডিসেম্বর গত ৩০ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ নেমেছিল নিচের দিকে। কিন্তু তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে কমে গেল মদের বিক্রিও। গত মাসে রাজ্যে মদের বিক্রিবাট্টা প্রায় ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে রাজ্যের আবগারি দফতর।

মদের বিক্রি কমল
এবার ডিসেম্বরে ছিল রেকর্ড শীত। ২৫ ডিসেম্বর গত ৩০ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ নেমেছিল নিচের দিকে। কিন্তু তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে কমে গেল মদের বিক্রিও। গত মাসে রাজ্যে মদের বিক্রিবাট্টা প্রায় ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে রাজ্যের আবগারি দফতর।
১ ডিসেম্বর থেকে মদের দাম বৃদ্ধি
গত ১ ডিসেম্বর থেকে রাজ্য সরকার দেশি বিদেশি সবরকম মদের দাম বৃদ্ধি করেছে। আর সেই কারণেই মদের বিক্রি কমেছে বলে ব্যবয়াসীদের ধারনা। নভেম্বর মাসেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল, ৭৫০ মিলিলিটার বিদেশি মজের বোতলের দাম ৩০-৪০ টাকা পর্যন্ত বাড়বে। পাশাপাশি ১৮০ মিলিলিটারের ক্ষেত্রে বোতলের দাম ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। দেশি ও অন্যান্য লাইসেন্সওয়ালা মদের ক্ষেত্রেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল শুধুমাত্র বিয়ার।
মদ বিক্রি কম
আবগারি দফতর জানিয়েছে জানুয়ারি মাসে ডিসেম্বরের রাজ্যের জেলাভিক্তিক মদ বিক্রির হিসেব কষা হয়েছে। সেই সময়ই দেখা গেছে নভেম্বর মাসের তুলনায় প্রায় ২০% মদ বিক্রি কমেছে ডিসেম্বরে।
হিসেব বদল
চলতি বছরই ডিসেম্বর মাস মদ বিক্রির হিসেব ওলটপালট করে দিয়েছে। কারণ আগে ডিসেম্বর মাসে বছরের অন্যান্য মাসের তুলনায় সবথেকে বেশি মদ বিক্রি হতো। কারণ ডিসেম্বর মাস মানেই উৎসবের মাস। বড়দিনের ছুটি রয়েছে। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলিতে এই সময়টা ভিড় থাকে। আর সেই কারণে মদের বিক্রি বাড়ে।
মদ বিক্রির হিসেব
ডিসেম্বর মাসে দেশি এবং বিদেশি উভয় ধরনের মদের দাম বাড়িয়েছিল আবগারি দফতর। সেই ডিসেম্বর মাসেই রাজ্য জুড়ে দেশি মদ বিক্রি হয়েছে, ৪৮,২৩,৭,০৩১ বোতল। যা গত নভেম্বর মাসের বিক্রির তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। নভেম্বর মাসে ১,২০,৫৯,২৫৭ বোতল মদ বেশি বিক্রি হয়েছিল।

