WB Weather Update: বৈশাখের একেবারে শেষবেলায় ভয়ঙ্কর গরমে একেবারে নাভিশ্বাস ওঠার যোগার আমজনতার। সকাল থেকেই তীব্র রোদের দাপট সেই সঙ্গে অস্বস্তিকর গরম।
WB Weather Update: বৈশাখের একেবারে শেষবেলায় ভয়ঙ্কর গরমে একেবারে নাভিশ্বাস ওঠার যোগার আমজনতার। সকাল থেকেই তীব্র রোদের দাপট সেই সঙ্গে অস্বস্তিকর গরম। যেন প্রাণ বেরিয়ে যাওয়ার যোগার! মে মাসের শুরুতেই দাপট দেখাতে শুরু করে দিয়েছে গরম (Today Weather News)। কবে কমবে এই গরম? দেখা মিলবে বৃষ্টির? আবহাওয়ার বড় আপডেট জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যারফলে এবছর আগাম বর্ষা ঢুকবে ভারতে। শুধু তাই নয়, আগামী ৪/৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update):-
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত গরমের জন্য অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। যারফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম বাড়বে। আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। রবিবার ও সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
তাপপ্রবাহের পরিস্থিতিতেই রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা, হুগলী, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবারেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে (West Bengal Weather Update)। তবে বুধবার গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির দিয়েছে আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
সপ্তাহজুড়ে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Forecast):-
আলিপুর আবহাওয়া দফতর তরফে খবর, উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাপপ্রবাহের পরিস্থিতি তিন জেলায়। রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে মালদহতে। গরম ও অস্বস্তি বজায় থাকবে বাকি জেলাগুলিতে।
উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে- আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


