Kolkata Metro Rail News: মেট্রো যাত্রীদের জন্য ফের সুখবর। সপ্তাহের শুরুতেই বাড়ছে মেট্রোর সংখ্যা। জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা।

kolkata Metro Rail News: মেট্রো যাত্রীদের জন্য ফের সুখবর। সপ্তাহের শুরুতেই বাড়ছে মেট্রোর সংখ্যা। জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী ১৩ মে অর্থাৎ মঙ্গলবার থেকে জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। জানা গিয়েছে, মেট্রো যাত্রীদের (Metro Rail News) দীর্ঘদিনের দাবি মেনে আগামী মঙ্গলবার থেকে এই রুটে আপ-ডাউন মিলিয়ে ৬২টি মেট্রো চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে আপে চলবে ৩১টি মেট্রো ও ডাউন লাইনেও চলবে ৩১টি মেট্রো।

সূত্রের খবর, বর্তমানে জোকা ও মাঝেরহাট রুটে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সারাদিনে ৪০টি মেট্রো চলে। মঙ্গলবার থেকে বাড়ছে এই মেট্রোর সংখ্যা। ফলে আগামী ১৩ মে থেকে পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট রুটে ৩১টি করে আপ-ডাউনে মোট ৬২টি মেট্রো চলবে। মেট্রো যাত্রীদের অনেক দিনের দাবিকে মান্যতা দিয়ে এই পরিষেবা শুরু হতে চলেছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোর পার্পল লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। ফলে উপকৃত হবেন জোকা-মাঝেরহাট রুটের যাত্রীরা। মেট্রো অনেক লেট থাকায় অফিস টাইমে ব্যাপক হ্যাঁপা পোহাতে হয় এই রুটের যাত্রীদের। তবে এবার খুব শীঘ্রই হতে চলেছে সেই সমস্যার সমাধান। মেট্রোরেল সূত্রে খবর, এতদিন পর্যন্ত পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট রুটে ৫০ মিনিটের ব্যবধানে মেট্রো চলত। সোমবার থেকে মেট্রোর সংখ্যা বৃদ্ধির ফলে কমবে ব্যবধানও। শুধু তাই নয়, এবার থেকে ২২ মিনিট অন্তর ওই রুটে মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২৭ মিনিট।

জানা গিয়েছে, এতদিন পর্যন্ত এই রুটে দিনের প্রথম অর্থাৎ সকালের মেট্রো টাইমিং ছিল- ৮টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিটে। এবার থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে ৩টে ২৮ মিনিটে। এমনটাই খবর মেট্রোরেল সূত্রে। মেট্রোরেল সূত্রে খবর, জোকা থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টায় প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে। শেষ মেট্রো মিলবে দুপুর ৩টে ১০ মিনিটের পরিবর্তে ৩টে ২৮ মিনিটে। তবে শনি ও রবিবার পার্পল লাইনে আগের মতই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। এই দুদিন মেট্রো পাবেন না যাত্রীরা।

জোকা-মাঝেরহাট রুটে মেট্রোর সংখ্যা বাড়লেও এখনও চালু হয়নি এসপ্ল্যানেড -শিয়ালদহ মেট্রো পরিষেবা। তবে এই রুটে মেট্রো পরিষেবা চালু শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই রুটে মেট্রোর কাজ প্রায় শেষের মুখে। উপর মহল থেকে সবুজ সঙ্কেত মিললেই চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। তবে পার্পল লাইনে মেট্রোর সংখ্যা বাড়লেও অপরিবর্তিত থাকছে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রোর সংখ্যা।