অনুদান বাড়ল বাংলার বাড়ি প্রকল্পে, জেনে নিন এবার কত করে ঢুকবে টাকা?
রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পে অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এতদিন ১.৫ লক্ষ টাকা দেওয়া হলেও এবার ৬০ হাজার করে দেওয়া হবে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত উপভোক্তারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পে অনুদান বাড়ানো হল। এবার থেকে মিলবে আরও বেশি টাকা।
এতদিন এই প্রকল্পে দুই কিস্তিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়। ২০২৪ সালের ডিসেম্বর মাসে যে সমস্ত উপভোক্তারা বাংলা বাড়ি প্রকল্পের তালিকায় ছিসের তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন।
এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ১৪,৭৭৩ কোটি টাকা বরাদ্দ করেছিল। ইতিমধ্যে ১২ লক্ষ পরিবার টাকা পেয়েছে। আরও ১৬ লক্ষ পরিবার টাকা পাবেন।
বর্তমানে কেন্দ্র বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে টাকা। সে কারণ রাজ্য সরকারের রাজকোষ থেকে অর্থ বরাদ্দ করা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য
রাজ্যের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রকল্প। জানা গিয়েছে এই প্রকল্পের টাকাই বাড়বে শীঘ্রই।
এবার ৬০ হাজার করে দেওয়া হবে এই প্রকল্পে। বাজেটে ঘোষণা করা হল এমনটাই।
এবার বাজেটে ১৪,৭৭৩ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। ইতিমধ্যে ১২ লক্ষ পরিবার প্রথম কিস্তির টাকা পেয়েছে। আরও ১৬ লক্ষ পরিবার টাকা পাবেন।
এই নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের টাকা পেয়ে যাবে সরকার।
২০২১-২২ পর্যন্ত এই স্কিমে ৩৪,১৮,৯৫৯ টি বাড়ি তৈরি হয়েছে।
এবার আরও বেশি বাড়ি তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।