সংক্ষিপ্ত
কলকাতায় এসে আজই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাবেন বিজেপি নেতা। ইতিমধ্যেই বাংলায় পৌঁছে গিয়েছেন তিনি।
বীরভূম জেলায় আজ হাইভোল্টেজ সভা গেরুয়া শিবিরের। বঙ্গে সফরে এসেছেন বিজেপির মুখ্য সেনাপতি অমিত শাহ। কড়া পুলিশি নিরাপত্তায় ব্যাপকভাবে চলছে যান নিয়ন্ত্রণ। আর কয়েক ঘণ্টার মধ্যেই বীরভূমে পৌঁছবে স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়। তারপর সিউড়িতে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বীরভূমে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে নির্মিত বিজেপির নতুন পার্টি অফিসেরও উদ্বোধন করবেন তিনি।
ইতিমধ্যে বাংলায় পৌঁছে গিয়েছেন অমিত শাহ। অন্ডাল এয়ারপোর্টে নেমে দুর্গাপুর থেকে BSF-এর হেলিকপ্টারে সরাসরি উড়ে গেছেন সিউড়িতে। সিউড়ি সার্কিট হাউজে মধ্য়াহ্নভোজ করবেন তিনি। বেলা ২ টো নাগাদ সিউড়িতে ভাষণ দেবেন শাহ। দুপুর ৩টে নাগাদ বিবেকানন্দ পল্লীতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন তিনি। তারপর বিকেল ৪টে নাগাদ হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামিকাল তাঁর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথা থাকলেও, সেই কাজটি আজই সেরে ফেলতে চাইছেন শাহ। ফলে, শুক্রবার বিকেল ৫টা নাগাদ কলকাতা পৌঁছে এদিন সন্ধে বেলাতেই তিনি পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে।
আজ নিউটাউনের হোটেলে রাত্রিবাস করবেন শাহ। সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন দলীয় জেলানেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামীকাল সকালেও দফায় দফায় বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁর। বৈঠক সেরে শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন-
তীব্র গরমে ফুটছে বাংলা, ঠাণ্ডা থাকবেন কীভাবে? বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Amit Shah: বীরভূমে বিজেপির সাড়ে তিন কোটি টাকার পার্টি অফিস, উদ্বোধন করবেন অমিত শাহ
বীরভূমে সিক্স প্যাক অ্যাবস নিয়ে ঘুরে বেরাচ্ছেন অনুব্রত মণ্ডল, টোটোর পেছনে অভিনব কার্টুন ছবি