
মিমি কাণ্ডে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করতে এসে বাধার মুখে পুলিশ, ব্যাপক উত্তেজনা এলাকায়
mimi chakraborty bongaon case: অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তন্ত্র সাধনায় লিপ্ত তনয় শাস্ত্রীকে। তাঁর গ্রেফতারি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গত রবিবার বনগাঁ নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই অনুষ্ঠানে অভিনেত্রী হেনস্থার অভিযোগ তোলেন। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রী স্টেজে উঠে পড়েন। মিমির গানের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মিমিকে তিনি স্টেজ থেকে নেমে যেতে বলেন।