সংক্ষিপ্ত
সোমবার রাজ্য বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব পেশ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে নাম না করে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের তীব্র সমালোচনা করা হয়। এদিনে বিধানসভা অধিবেশনে পরের দিকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তার আগে শাসক ও বিরোধীদের মধ্যে আলোচনায় উত্তাল হয়ে ওঠে বিধানসভা।
এদিন বিধানসভায় বাংলা ভাগ শাসক বিরোধী আলোচনায় উত্তপ্ত হয়ে ওঠে। সেখানেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'বিরোধী দল জানে না কী চায়। কেউ বলছেন রাজ্য চাই। কেউ বলছেন ভাগ চাই।' চন্দ্রিমার মন্তব্যের বিরোধিতা করেছেন বিজেপি বিধায়করা। প্রতিবাদ করে বলতে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'যে প্রস্তাব আনা হয়েছে তা মনে হচ্ছে রাজনৈতিক দলের লিফলেট। রাজ্য থেকে নির্বাচিত সাংসদ , মন্ত্রী কখনও কেউ রাজ্য বিভাজনের কথা বলেননি। অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রস্তাব দিয়েছেন।' যদিও শুভেন্দুর মন্তব্যের বিরোধিতা করে শাসক দল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদেরই প্রস্তাব আনার কথা বলেন।
শুভেন্দু অধিকারাীর পরে বলতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ এক থাকবে। আমি শোভেনদেব চট্টোপাধ্যায়কে অনুরোধ করবে,স্পিকার বিরোধী দলেরহ নেতার প্রস্তাব যুক্ত করা হোক। সুগঠিত প্রস্তাব এলে গ্রহণ করা হোক। ' মমতা আরও বলেন, 'আমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাসী। কেন্দ্র যেমন সহযোগিতা করবে রাজ্যও তেমন কেন্দ্রকে সহযোগিতা করবে।'সোমবার সকালে প্রস্তাব নিয়ে বিজেপির তরফে প্রথম বক্তব্য রাখেন তপনের বিধায়ক বুধিরাই টুডু। বিধানসভায় তিনি জানান, সুকান্তের মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। সুকান্ত বাংলা ভাগের কথা বলেননি বলেও দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলার এই বিধায়ক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।