সংক্ষিপ্ত

দীর্ঘ সময় ধরেই বীরভূমের কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে কাজল শেখ বলেন, 'উনি অভিভাবক। তাঁকে সঙ্গে নিয়ে এগিয়ে চলবেন সকলে।'

 

রীতিমত টানটান উত্তেজনার মধ্যেই হল বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক। দীর্ঘ দিন পরেই কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই কোর কমিটি গঠন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর থেকেই এই কমিটির গুরুত্ব কমছিল বলে অভিযোগ উঠেছিল। কিন্তু শনিবার সেই বৈঠকই অনুষ্ঠিত হল জেলার লাভপুরের দলীয় কার্যালয়ে। সেখানেই উঠল দলীয় ঐক্যের বার্তা।

লাভপুরে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে উপস্থিত রয়েছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের যুযুধান দুই সদস্য অনুব্রত মণ্ডল ও কাজল শেখ উপস্থিত ছিলেন। যদিও বৈঠকে উপস্থিত সকল সদস্যই অনুব্রতকে নেতা মেনে এগিয়ে যাওয়ার কথা বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিলমহর। বীরভূমে বসেছে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক। আর সেই বৈঠকে উপস্থিত রয়েছে বীরভূম তৃণমূল কংগ্রেসের দুই যুযুধান নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। সম্প্রতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটিকে গুরুত্ব দিচ্ছেন না।

দীর্ঘ সময় ধরেই বীরভূমের কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে কাজল শেখ বলেন, 'উনি অভিভাবক। তাঁকে সঙ্গে নিয়ে এগিয়ে চলবেন সকলে।' বৈঠক শেষে বাকি সদস্যরাও অনুব্রতকেই নেতা মেনে নেন। পরবর্তী বৈঠক আগামী ১৫ ডিসেম্বর হবে বলেও জানিয়েছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, প্রত্যেক মাসেই এই কমিটির বৈঠক হবে। প্রত্যেক সদস্যই বৈঠকে উপস্থিত থাকার কথাও বলেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।