সংক্ষিপ্ত
শনিবার লাভপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরে কোর কমিটির বৈঠক বসেছে। সেখানে উপস্থিত রয়েছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিলমহর। বীরভূমে বসেছে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক। আর সেই বৈঠকে উপস্থিত রয়েছে বীরভূম তৃণমূল কংগ্রেসের দুই যুযুধান নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। সম্প্রতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটিকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু তারপরই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মমতা বন্দোপাধ্যায় ফোন করে সতর্ক করেছেন অনুব্রত মণ্ডলকে। অন্যদিকে অভিষেকও যে খসড়া মমতাকে দিয়েছেন সেখানে বীরভূমে কোর কমিটিকে স্থায়ী আর শক্তিশালী করার কথা বলেছেন। তারপরই এই অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কোর কমিটির বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।
শনিবার লাভপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরে কোর কমিটির বৈঠক বসেছে। সেখানে উপস্থিত রয়েছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মধ্যমণি কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কেষ্টা। তবে বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বৈঠকে উপস্থিত কাজল শেষ। জেলা রাজনীতিতে দুই জন প্রতিপক্ষ বলেও মনে করেন জেলার রাজনৈতিক বিশিষ্টরা।
সম্প্রতি জেলা রাজনীতিতে গুঞ্জন ছিল, অনুব্রত মণ্ডল কোর কমিটিকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি নিজের মত করেই দল চালাচ্ছেন। একের পর এক বিজয় সম্মিলনী অনুষ্ঠানে নিজের মত করে দলীয় কর্মসূচি সাজিয়ে নিয়েছিলেন। সেখানে দলের বাকি নেতা তথা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব বিশেষ করে অনুব্রতর বিরোধী নেতৃত্ব উপস্থিত থাকতেন না। নিজের ঘনিষ্টদের নিয়েই অনুষ্ঠান করতেন। তবে অভিষেকের বার্তার পরে বীরভূমে জেলায় কিছুটা বলেও অনুব্রত দাপট কমতে পারে বলেও মনে করছেন অনেকে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।