সংক্ষিপ্ত

লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিকঠাক পাচ্ছেন তো? টাকা না ঢুকলে কী করবেন, এক্ষুনি জেনে নিন

পশ্চিমবঙ্গ সরকারের একটি আকর্ষণীয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প। প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা জমে বাংলার মা ও মেয়েদের। কিন্তু অনেকেই এমন রয়েছেন যারা নতুন ভাবে এই প্রকল্পের আওতায় এসেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দুটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতি মাসে ৫০০ ও ১০০০ টাকা করে পান বাংলার মা ও মেয়েরা। তফশিলি মেয়েরা পান ১০০০ টাকা ও সাধারণ মেয়েরা পান ৫০০ টাকা।

অনেকের কাছেই এই সাহায্য অনেক কিছু। নিজের হাত খরচ হোক, সামান্য চিকিৎসার খরচ বা জমানো টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের কারণে উপকার পাচ্ছেন অনেক মহিলাই।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লেখানোর পরে আদেও আপনি টাকা পাবেন কি না বা এই তালিকায় নাম উঠেছে কি না তা জানতে একটি বিশেষ উপায় রয়েছে

এর জন্য প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ socialsecurity.wb.gov.in- এ গিয়ে তালিকায় নাম রয়েছে কি না বা টাকা ঢুকেছে কি না তা জানত পারবেন। এ ছাড়াও বাড়ির আশেপাশে দুয়ারে সরকার ক্যাম্পে গেলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার নাম সঠিক ভাবে নথিভুক্ত কি না তা জানতে পারবেন।