মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন কাঁথিতে শুভেন্দু অধিকারীর 'সনাতনী সমাবেশ'-এ যোগ না দিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CMMamata Banerjee) বুধবার বেলা সওয়া তিনটে নাগাদ দিঘায় জগন্নাথধামের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন (Digha Jagannath temple inauguration) করেছেন। একই দিনে বুধবারই কাঁথিতে (Kanthi) কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

রীতিমতো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে অনুমতি নিয়ে কাঁথিতে এই ‘সনাতনী সমাবেশ’ করেছেন শুভেন্দু অধিকারী।অন্যদিকে পদ্মশিবিরকে রীতিমতো চাপে ফেলে ‘সনাতনী সমাবেশ’ না গিয়ে তা টপকে দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটনে হাজির হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Former BJP state president Dilip Ghosh)।

এই বিষয়ে দিলীপ ঘোষ অবশ্য জানান, ‘‘অক্ষয়তৃতীয়ার দিন শুভ দিন। আর এই দিনে সবাই পূজার্চনা, ধর্মীয় কাজকর্ম করে। এমন একটা দিনে দিঘায় জগন্নাথদেবের মন্দিরের উদ্বোধন হচ্ছে, আর সেখানে আমাকে আমন্ত্রণও করা হয়েছে। তাহলে সেখানে যাব না কেন?’’ যদিও মঙ্গলবার রাতেই দিলীপ জানিয়েছিলেন যে, বুধবার তিনি দিঘার জগন্নাথধামে যাবেন।‘‘শ্যামপুরের কর্মসূচির পরে সময় পেলেই দিঘায় জগন্নাথদেবের মন্দিরে যাব। মুখ্যসচিব চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন।’’

একথা বললেও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির আদৌ যাওয়া হবে কি না, তা স্পষ্ট ছিল না। পরে তিনি জানান যে তিনি দিঘা যাচ্ছেন।তিনি দিঘায় জগন্নাথদেবের মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রির আমন্ত্রণ বজায় রেখেছেন তা নয়, উল্ঠে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রসংশাও করেছেন।দল-কে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিলীপ ঘোষ বলেন মমতার এই কর্মকাণ্ডের মধ্যে ‘হিন্দু জাগরণে’র ভাব স্পষ্ট দেখছেন তিনি। 

তিনি বলেছেন "পুরী থেকে জগন্নাথদেব আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার এগিয়ে এলেন, আর আমি তাঁকে দর্শন করতে মাত্র দুশো কিলোমিটার যেতে পারব না!’’ সবটা সহজ সরলভাবে বোঝাতে গেলেও শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে না গিয়ে তা টপকে সোজা মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করা দিলীপ ঘোষের কাছে প্রাধাণ্য পাওয়ায় দলের মধ্যে শুরু হয়েছে গুঞ্জণ।