Dilip Ghosh on CPIM: রবিবার ব্রিগেডের সমাবেশ থেকে দিদি-মোদীকে এক আসনে বসিয়ে তৃণমূল-বিজেপিকে তীব্র নিশানা করেছে বাম শিবির। সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনের ডাকে ব্রিগেডে জনসভা থেকে আগামী ২০ মে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিস্তারিত জানুন…        

Dilip Ghosh on CPIM: রবিবার ব্রিগেডের সমাবেশ থেকে দিদি-মোদীকে এক আসনে বসিয়ে তৃণমূল-বিজেপিকে তীব্র নিশানা করেছে বাম শিবির। সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনের ডাকে ব্রিগেডে জনসভা থেকে আগামী ২০ মে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মূলত গ্রামীণ এবং মেহনতি মানুষের দাবিদাওয়া পূরণ করতে এই ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম। যা নিয়ে বাম-তৃণমূলকে একযোগে কড়া আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ।

সোমবার ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খোলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন বামেদের ডাকা ধর্মঘট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ''সিপিআইএম ধর্মঘট ডাকছে বা কি করছে ভারতবর্ষের লোকের এটাই কী এসে যায় তারা কোথায় আছে। তারা আছে মানুষকে এটা বোঝানোর জন্য ব্রিগেড করতে হয় মাঝেমধ্যে। তাদের অভিযোগের কোনও গুরুত্ব নেই। যদি ওরা মানুষের কথা ভাবত তাহলে মানুষ বর্জন করত না। ভাত দিতে পারেনি। মোদী সকলকে ভাত দিচ্ছেন।''

তাঁর আরও দাবি, ''লাল ঝান্ডা দেখতে পাই আমরা তৃণমূলের লোকরা লাগিয়ে দেয়। সিপিআইএম পার্টি অফিস চালানোর পয়সা তাদের চা খাওয়ার পয়সা তৃণমূল দেয়। সিপিআইএম পার্টি অফিসের চাবি থাকে তৃণমূলের লোকের কাছে। এইভাবে সিপিএমকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল।''

রবিবার ব্রিগেডের জনসভা থেকে বর্ষীয়ান বামফ্রন্ট চেয়ারম্যান কিছুটা আক্ষেপের সুরে বলেন, ''ব্রিগেডের মাঠ ভরলেও ব্যালট ভরে না।'' বিমান বসুর এই বক্তব্য নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ''মানুষকে কি ফুচকা খাওয়ানোর জন্য ব্রিগেডে নিয়ে আসেন। গতকাল ব্রিগেডে যে কজন লোক ছিল সেই কয়জনই সিপিআইএমের সমর্থক রয়েছে বাংলায়। প্রতিবছর দুর্গাপুজো, কালীপুজোর মতো ওদের প্রতি বছর একটা ব্রিগেড হয়। দেখা হয়, খাওয়া দাওয়া হয়।''

শুধু তাই নয়, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের 'বদল' বক্তব্য নিয়েও এদিন সুর চড়িয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বলেন, ''আমরাও বলছি বদল হবে, আমরাও বদল চাইছি। কিন্তু বদল হলে কি হবে বিজেপি আসবে। ওরা দিবা স্বপ্ন দেখছে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।