Baruipur Junction Railway Station: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জংশন রেল স্টেশন শিয়ালদা দক্ষিণ (Sealdah South Section) শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনেই এক মারাত্মক ঘটনা দেখা গেল।
KNOW
TTE Attacked: টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শিয়ালদা দক্ষিণ শাখার (Sealdah South Section) বারুইপুর স্টেশনে (Baruipur Junction Railway Station)। এর জেরে রীতিমতো আতঙ্কে আক্রান্ত মহিলা টিকিট পরীক্ষক। শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু'নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। সেই লোকাল ট্রেনে লেডিজ কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযুক্ত মহিলা রেল যাত্রী ও তাঁর এক সঙ্গী সেই সময় লেডিজ কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিলেন। পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে তাঁরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছেন। টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকাই গরম ঘুগনি ছুড়ে মারেন অভিযুক্ত মহিলা।
গ্রেফতার অভিযুক্ত যাত্রী
মুখে গরম ঘুগনি এসে পড়ায় হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক। একদিকে গরম ও অন্যদিকে চোখে-মুখে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে ওঠেন তিনি। তাঁর চোখ-মুখ জ্বালা হতে থাকে। এই অবস্থাতেই কোনওভাবে চোখ-মুখ মুছে তিনি অভিযুক্ত মহিলা যাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্লাটফর্মে নামেন। এরপরেই আরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে যান। অভিযুক্ত মহিলা যাত্রীর নাম সাইদা বিবি। তাঁর বাড়ি সুভাষগ্রাম। তাঁর কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদা যাওয়ার বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে আসার কোনও বৈধ টিকিট ছিল না। তাঁকে বারুইপুর আরপিএফ-এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে।
সাফাই অভিযুক্ত যাত্রীর
এখনও রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। বারুইপুর জিআরপি-তে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিলা যাত্রী সাইদা বিবির দাবি, তিনি ভুল করে ফেলেছেন। আর কোনওদিন এমন হবে না। যদিও মহিলা টিকিট পরীক্ষক অভিযুক্ত মহিলা যাত্রীর শাস্তির দাবি জানিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


