- Home
- West Bengal
- West Bengal News
- Bengal Weather: এই কয় জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি, তবে রেহাই নেই গরম থেকে, রইল আবহাওয়ার পূর্বাভাস
Bengal Weather: এই কয় জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি, তবে রেহাই নেই গরম থেকে, রইল আবহাওয়ার পূর্বাভাস
Bengal Weather: কলকাতা এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম থেকে আপাতত নিস্তার নেই। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হলেও, কিছু জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা থেকে ভিজেছে কলকাতা শহর-সহ বিভিন্ন জেলা। ঘূর্ণাবর্তের প্রভাবে হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।
বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত নিস্তার নেই গরম থেকে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা জানিয়ে দিল হাওয়া অফিস।
সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত থাকবে এমন পরিস্থিতি। ঘূর্ণাবর্তের প্রভাবে মাঝেমধ্যে হতে পারে বৃষ্টি।
তবে, কমবে না গরম। উল্টে বেশ কিছু জেলার আছে তাপপ্রবাহের আশঙ্কা।
গরমে সাধারণ মানুষকে সতর্ক করার পতরামর্শ দিয়েছে হাওয়া অফিস। যদিও উত্তরের সব জেলাতেই চলবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
আজ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি। আর সর্বনিম্ন থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ কলকাতা সহ দক্ষিণের কিছু জেলায় থাকবে অস্বস্তি। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তৈরি হতে পারে তাপপ্রাহ।
আজ ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, পূর্ মেদিনীপুরে থাকবে অস্বস্তিকর গরম।
দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, কলকাত, হাওড়া, পুরুলিয়া ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

