Kolkata law college rape case: দক্ষিণ কলকাতার কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। মূল অভিযুক্তর সঙ্গে শাসক দলের যোগ থাকার অভিযোগ উঠেছে। এই অভিযোগ নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা।
Kolkata law student rape: দক্ষিণ কলকাতার (South Kolkata) কসবায় (Kasba) আইন কলেজের (Law College) ছাত্রীকে গণধর্ষণের (Gangrape) ঘটনায় শাসক দলকে তীব্র আক্রমণ করলেন সিপিআইএম (CPIM) নেতা শতরূপ ঘোষ। তিনি বলেছেন, ‘আর জি করের ঘটনায় সারা পশ্চিমবঙ্গে এই ধরনের ধর্ষকদের কী বার্তা দিয়েছিল? তৃণমূলের নেতাগুলোকে বার্তা দিয়েছিল যে তোমরা ধর্ষণ করো, সরকার তোমার পাশে আছে। দিদি তোমার পাশে আছে। দিদি ঠিক সেটিং করে তোমাদের বাঁচিয়ে নেবে। পশ্চিমবঙ্গের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ১৩-১৪ বছর ধরে কোনও নির্বাচন হয় না। প্রত্যেক রাতে মদের আসর বসা, এমনকী পর্নোগ্রাফির ব্যবসা করা, কলেজের ইউনিয়ন রুমে চলছে। এটা তৃণমূলের চরিত্র, তৃণমূলের নেতাগুলোর চরিত্র। যতদিন এই সরকার চলছে, এরকম একটার পর একটা ঘটনা ঘটতেই থাকবে। বলতে খারাপ লাগলেও, এটাই সত্যি।’
শাসক দলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর
কসবার ঘটনায় শাসক দলকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, 'কলকাতার কসবা ল' কলেজ ক্যাম্পাসের মধ্যে এক তরুণীর উপর নৃশংস গণধর্ষণের ঘটনায় আমি স্তম্ভিত। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তিনজন অভিযুক্তের মধ্যে মূল মাথা হিসেবে চিহ্নিত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র (৩১)। পুলিশ তাকে গতকাল সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থ শঙ্কর রায় শিশু উদ্যানের সামনে থেকে গ্রেফতার করেছে। এছাড়াও, জাইব আহমেদ (১৯) এবং প্রমিত মুখোপাধ্যায় (২০) নামে আরও দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এই ঘটনা শুধুমাত্র একটি অপরাধ নয়, এটি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতাদের দ্বারা শিক্ষাঙ্গনকে কলুষিত করার একটি জ্বলন্ত প্রমাণ। কলেজ ক্যাম্পাসের মতো পবিত্র জায়গা, যেখানে ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জনের জন্য আসে, সেখানে এমন নৃশংসতা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। তৃণমূলের ছাত্র নেতারা বারবার তাদের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয় ও অরাজকতার পরিবেশ তৈরি করছে। আমি দাবি জানাচ্ছি যে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে এই মামলার দ্রুত নিষ্পত্তি করা হোক। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতারা এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে পারে।'
মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের
কসবার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেছেন, 'যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানেই আইন ভাঙা হচ্ছে। তাহলে রাজ্যের অবস্থাটা কী! রাজ্যের মুখ্যমন্ত্রী আইন-শৃঙ্খলা সামলান হোম মিনিস্টার হিসেবে। তারপর তাঁর এই যে অদার্থতা, তিনি যতই জগন্নাথদেবের রথ টানুন না কেন, পাপের হাত থেকে বাঁচবেন না।।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


