- Home
- West Bengal
- West Bengal News
- নবান্নের বড় ঘোষণা, ফের স্কুলে স্কুলে সবুজ সাথীর সাইকেল দেবে সরকার, কারা কবে থেকে পাবে?
নবান্নের বড় ঘোষণা, ফের স্কুলে স্কুলে সবুজ সাথীর সাইকেল দেবে সরকার, কারা কবে থেকে পাবে?
- FB
- TW
- Linkdin
মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের সূচনা করেন। এবার ফের এই প্রকল্প নিয়ে বিরাট খবর দিল নবান্ন। নতুন করে সবুজ সাথী সাইকেল দেওয়া হবে ছাত্রছাত্রীদের!
এই সাইকেল এবার কারা কবে থেকে পাবেন, জেনে নিন।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের এক প্রশাসনিক সভা থেকেই প্রকল্পটির ঘোষণা করা হয়েছিল।
জানানো হয়েছিল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াদের সাইকেল দেওয়া হবে।
সেই থেকেই প্রতি বছর রাজ্যের লক্ষাধিক শিক্ষার্থীদের সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করে আসা হচ্ছে।
সবুজ সাথী (Sabooj Sathi) প্রকল্পে শিক্ষার্থীদের যাতায়তের সুবিধার জন্য সাইকেল প্রদান করা হয়।
শীঘ্রই এবছরের সাইকেল দেওয়ার পক্রিয়া শুরু হবে বলে জানা গেল। বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহ থেকেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
প্রতিবছর ১ লা জানুয়ারি থেকে শুরু করে ৭ই জানুয়ারি পর্যন্ত ‘স্টুডেন্টস উইক’ পালন করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। এবছরেও তার ব্যতিক্রম হয়নি, ৭ই অগাস্ট ছিল সমাপ্তি অনুষ্ঠান।
সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘এপর্যন্ত আমাদের ১ কোটি ২৭ লক্ষ সবুজসাথী রয়েছে। এবছর যারা সাইকেল পাবে তারা তৈরী থাকুন’। জানুয়ারি মাসের শেষের দিকে স্কুলের তরফ থেকে সেগুলো দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।