সংক্ষিপ্ত

২০১৪ টেট উত্তীর্ণদের জন্য বড় খবর! পর্ষদকে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

২০১৪ সালে টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণে অনুমতি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই প্রসঙ্গে বিশেষ নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। অমৃতা সিনহা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদকে চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। এই অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবেন।

২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকের দুটি নিয়োগ প্রক্রিয়া হয়। ২০১৬ সালের নিয়োগে অনেকেরই ডিএলএড কোর্স করা ছিল না। কিন্তু ডিএলএড না থাকলেও তাঁরা চাকরি পান।

যদিও পরে শিক্ষকতার ক্ষেত্রে ডিএলএড প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ সেই নির্দেশ দেয়। এই পর্ষদের নিয়ম অনুযায়ী, প্রশিক্ষণ না নিয়ে যারা চাকরি পেয়েছেন এমন শিক্ষকদের চাকরি পাওয়ার পাঁচ বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে।

তবে এতদিন কেটে গেলেও প্রশিক্ষণ নিয়ে পর্ষদ আগ্রহ দেখায়নি। তাই এই নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সিনহা জানান, প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি দিতে হবে পর্ষদকে।