- Home
- West Bengal
- West Bengal News
- দারুণ খবর! এই জানুয়ারিতেই অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার, টাকা দিচ্ছে মমতা সরকার
দারুণ খবর! এই জানুয়ারিতেই অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার, টাকা দিচ্ছে মমতা সরকার
আবাস যোজনার অধীনে পুরনো আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে। জানুয়ারি মাসের শেষ থেকেই প্রায় ২০ লক্ষ ৫ হাজার উপভোক্তা এই টাকা পাবেন। বাড়ি বানানোর জন্য এই প্রকল্পে মোট দুই কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়।

সামনেই বিধানসভা ভোট। তার আগে রাজ্য সরকার যে রাজ্যবাসীর প্রতি বাড়তি নজর দেবে তা কারও অজানা ছিল না। ভোটের আগে রাজ্য বাজেট, লক্ষ্মীর ভাণ্ডার সহ নানান প্রকল্পের বরাদ্দ বাড়ানো নিয়ে দীর্ঘ জল্পনা চলেছে। এরই মাঝে এল এক চমকপ্রদ তথ্য। জানা যাচ্ছে, জানুয়ারিতেই অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার, টাকা দিচ্ছে মমতা সরকার। জেনে নিন বিস্তারিত।
বাংলার বাড়ি বা আবাস যোজনার অধীনে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। জানা যাচ্ছে, জানুয়ারি মাসের শেষে অর্থাৎ ২৮ জানুয়ারি মাসের শেষেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এবার মিলবে বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা।
জানা যাচ্ছে, এই দফায় মোট ২০ লক্ষ ৫ হাজার উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয় বাড়ি বানানোর উদ্দেশ্যে। ৬০ হাজার টাকা করে দেওয়া হয় দুই কিস্তিতে।
জানা যাচ্ছে, যারা অতি সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা এই মুহূর্তে পাবেন না টাকা। এবার টাকা পাচ্ছেন পুরনো আবেদনকারীরা। তেমনই যাদের এখনও ভেরিফিকেশন হয়নি তারা টাকা নাও পেতে পারেন।
সব মিলিয়ে রাজ্যবাসীর জন্য দারুণ খবর। চলতি মাসেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা। বাংলার বাড়ি বা আবাস যোজনার অধীনে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। দুটি কিস্তিতে ঢুকছে এই টাকা। কাল অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে।

