- Home
- West Bengal
- West Bengal News
- Lakshmir Bhandar: দারুণ খবর! জানুয়ারি থেকে ২৫০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার? ইঙ্গিত সরকার পক্ষের
Lakshmir Bhandar: দারুণ খবর! জানুয়ারি থেকে ২৫০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার? ইঙ্গিত সরকার পক্ষের
মমতা সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল নেত্রী সায়নী ঘোষের এক মন্তব্যের পর মনে করা হচ্ছে, এই প্রকল্পের মাসিক ভাতা বেড়ে ২৫০০ টাকা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নয়া উদ্যোগ নিয়েছে রাজ্যবাসীর জন্য। চালু করেছে বিভিন্ন প্রকল্প। তেমনই শুরু করেছে বিভিন্ন ভাতা। এর দ্বারা প্রতি মাসে উপকৃত হচ্ছেন হাজার হাজার রাজ্যবাসী। রাজ্যের সকল স্তরের মানুষের জন্য বিশেষ প্রকল্প এনেছে সরকার। যারা দ্বারা মিলছে আর্থিক সুবিধা।
মমতা সরকারের চালু করা বিশেষ প্রকল্প ও ভাতার মধ্যে আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী মতো নানান প্রকল্প। এই সকল ভাতা ও প্রকল্প দ্বার মেলে মাসিক অথবা এককালীন টাকা। এখানেই শেষ না। প্রতি মাসে নানান সুবিধা দিয়ে থাকে সরকার।
এ রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতা বা প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। যার দ্বারা সাধারণ জাতির মহিলারা মাসে মাসে পেয়ে থাকে ১০০০ টাকা। তপশিলি জাতির মহিলারা পেয়ে থাকে ১২০০ টাকা করে। এবার শোনা যাচ্ছে এক ধাক্কায় ২৫০০ হবে এই ভাতা। এই ইঙ্গিত মিলেছে খোদ সরকারের পক্ষ থেকে।
লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে ইঙ্গিত দিল তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তিনি জানিয়েছেন, শুরুতে এই প্রকল্পে ৫০০ করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা ২০০০ থেকে ২৫০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই নাকি আজকাল স্বামীরা বাইকের তেল ভরছেন। আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর অনেকেই বলেন, বাংলায় ছেলেদের জন্য প্রকল্প চালু করতে।
সব মিলিয়ে রাজ্যবাসীর জন্য বছর শেষে নয়া চমক। অনেকেই আশা করছেন শীঘ্রই বাড়বে ভাতা। ২০২৬-র নির্বাচনের আগে ভাতা বৃদ্ধির ইঙ্গিত মিলেছিল আগেই। এবার শোনা যাচ্ছে প্রায় দ্বিগুণেরও বেশি হতে চলেছে এই ভাতা। তবে, আপাতত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি বলে খবর।

