- Home
- West Bengal
- West Bengal News
- রাজ্য সরকারি কর্মীদের ডিএ- মামলার বিরাট আপডেট! সমস্ত বকেয়া মিটলে পকেটে ঢুকবে মোটা অঙ্কের টাকা
রাজ্য সরকারি কর্মীদের ডিএ- মামলার বিরাট আপডেট! সমস্ত বকেয়া মিটলে পকেটে ঢুকবে মোটা অঙ্কের টাকা
- FB
- TW
- Linkdin
বেশ কয়েরদিন ধরেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বকেয়া নিয়ে চলছে সমস্যা। বারবার নিজেদের হকের টাকা চেয়েও পাননি রাজ্য সরকারি কর্মচারীরা।
শেষমেষ মামলা দায়ের করা হলেও তা নিয়েও চলছে টানাপোড়েন। ৭ জানুয়ারি এই মামলার শুনানি দিন। ফলে রাজ্যের সমস্ত কর্মীরা আশায় আছেন, হয়তো কোনও সুখবর পেতে পারেন তারা।
এমনকী বর্ষশেষেও আশায় বুক বেঁধে ছিলেন যে বর্ষশেষে হয়তো মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এক বিরাট সুখবর দেবেন।
কিন্তু সেই জল্পনায় জল ঢেলে নববর্ষ উৎসবে চিন্তায় দিন কাটে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের। ফলে এখন আদালতের রায়ের উপরেই একমাত্র ভরসা রাখছেন কর্মীরা।
৭ জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে হবে এই মামলার শুনানি। হৃষিকেশ রায় ও এসভিএন ভাট্টির বেঞ্চে এই মামলার শুনানি হবে।
এই বিষয়ে শুক্রবারেই জলিস্ট প্রকাশ করেছে কোর্ট। মামলাটি রয়েছে ৪৫ নম্বরে। তবে মামলা কখন শুরু হবে এই বিষয়ে কোনও সঠিক তথ্য জানা যায়নি।
এখনও পঞ্চম বেতন কমিশনের অধীনে ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।এত কিছুর মধ্যেও এই বিষয়ে এক খবর পেতে চলেছেন
রাজ্য সরকারি কর্মচারীরা যার জন্য তাদের এতদিনের অপেক্ষা।
এর আগেও রাজ্য সরকারকে আদালত নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যেই কর্মীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া জন্য।
কিন্তু এমন কোনও কিছু নোটিশ দেয়নি মমতা সরকার।
শেষমেশ আবারও রিভিউ পিটিশন দায়ের করেছ রাজ্য সরকারি কর্মীরা, এবং পরবর্তী সময়ে তা খারিজও হয়ে যায়।
এখন শুধু অপেক্ষা সময়ের শেষ হাসি কারা হাসবে।
সমস্ত বকেয়া মেটানোর সুপ্রিম নির্দেশ দিলে পকেটে একসঙ্গে মোটা টাকা ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের।