
শেষ প্রথম দফার ভোট, কারা এগিয়ে কারা পিছিয়ে, কারা কতটা আশাবাদী?
Bihar Election First Phase Voting Update : শেষ হল বিহারের প্রথম দফার ভোট পর্ব। ভোট দিলেন হেভিওয়েট নেতা থেকে সাধারণ মানুষ। বিহারের মধ্যে পাটনায় ভোটের হার সবচেয়ে কম। বেগুসারাইয়ে ভোট পড়েছে ৫৯.৮২ শতাংশ। দুপুর চারটে পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৩.৭৭ শতাংশ