- Home
- West Bengal
- West Bengal News
- জানুয়ারিতেই DA মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে! বড় কথা জানালেন বিকাশ ভট্টাচার্য
জানুয়ারিতেই DA মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে! বড় কথা জানালেন বিকাশ ভট্টাচার্য
সুপ্রিম কোর্ট কবে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা করবে? সেই নিয়েই বড় তথ্য দিলেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য। আশার আলো দেখছেন সরকারি কর্মীরা।

সুপ্রিম কোর্টে DA মামলা
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা বা DA মামলা এখনও আটকে রয়েছে। ৮ সেপ্টেম্বর শুনানি শেষ হয়েছে। কিন্তু এখনও রায় ঘোষণা করা হয়নি। সরকারি কর্মীদের আশা খুব তাড়াতাড়ি রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও সুপ্রিম কোর্টের তরফ থেকে বিস্তারিত কিছু জানান হয়নি। এই অবস্থায় কবে সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে তা নিয়ে বড় আপডেট দিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
বিকাশরঞ্জন ভট্টাচার্য
DA আন্দোলনকারীদের একাংশের আইনজীবী ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি এই মামলার সঙ্গে প্রথম থেকে যুক্ত। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাকার দিয়েছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেখানেই তিনি ডিএ মামলার রায়দান সম্পর্কে তাঁর মতামত জানিয়েছন।
জানুয়ারিতেই রায়দান!
সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়দান নিয়ে আশার আলো দেখিয়েছেন বিকাশ ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, শুনানি শেষের পরই তিনি তাঁর মক্কেল অর্থাৎ সরকারি কর্মীদের যে অংশের হয়ে লড়াই করেছিলেন তাঁদের জানিয়েছিলেন যে জানুয়ারি মাসের আগে ডিএ মামলার রায়দান হওয়া সম্ভাবনা খুবই কম। তিনি মনে করেন চলতি মাসেই সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে। যদিও এখনও এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু ঘোষণা করেনি।
বিলম্বিত রায়দান
বিকাশ ভট্টাচার্য জানিয়েছন, তাঁর নিজেরেই একটি মামলায় রায়দানের জন্য তাঁকে ১৮ মাস অপেক্ষা করতে হয়েছিল। শুনানি শেষের ১৮ মাস পরে রায়দান করা হয়েছিল। প্রভিডেন্ট ফান্ডের একটি মামলায় বিচারপতি তাঁর অবসরের ঠিক আগের দিন রায় ঘোষণা করেছিল।
রায়দানের সময়
সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী সাধারণত শুনানি শেষে মাত্র তিন মাসের মধ্যেই রায় ঘোষণা হওয়া বাঞ্ছনীয়। কিন্তু কার্যক্ষেত্রে অনেক সময় তা করে উঠতে পারেন না বিচারপতিরা। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যে বিচারপতি বা বিচারপতিদের বেঞ্চে শুনানি শেষ হয়েছে তারাই রায়দান করতে পারবেন।
রায়দানের পরেও...
সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পরেও বিক্ষুব্ধ পক্ষ রিভিউ পিটিশন দাখিল করতে পারে। কিন্তু বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন, ৯৯ শতাংশ ক্ষেত্রেই রিভিউ পিটিশনে হস্তক্ষেপ বা রায় পরিবর্তন করে না সুপ্রিম কোর্ট।
তবে দুই বিচারপতির মতপার্থক্য হলে বা ঐক্যমত না হলে তখনই মামলাটি লার্জার বেঞ্চে স্থানান্তরিত হতে পারে। সেক্ষেত্রে মামলার শুনানি নতুন করে শুরু হতে পারে। এটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া।

