Birbhum BJP News: বেজে গিয়েছে বঙ্গ বিধানসভা ভোটের দামামা। ভোটের আর মাস চারেকও বাকি নেই। তার আগেই শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত বীরভূম। ঠিক কী ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Birbhum BJP News: ভোটের মুখে ফের শুরু শাসক-বিরোধী তরজা। এবার বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার আখিড়া গ্রামে। বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মীর নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব।
সূত্রের খবর, বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাট বিধানসভার আখিরা গ্রামে বিজেপির কর্মীসভা ছিল। সেই কর্মীসভা উপলক্ষে এলাকায় টাঙানো হয়েছিল বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন। বৃহস্পতিবার রাতে সেই সব পতাকা ও ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির।
কী অভিযোগ জানিয়েছে বিজেপি নেতৃত্ব?
বিজেপির দাবি, যে মাঠে বিজেপির কর্মীসভা হয়েছিল সেই মাঠেই শুক্রবার তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে। তাই আক্রশবশত তৃণমূল কংগ্রেসের তিন স্থানীয় নেতা তাদের কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।
বিষয়টি জানিয়ে শুক্রবার রামপুরহাট থানায় তৃণমূল কংগ্রেসের তিন স্থানীয় নেতা সুদীপ ব্যানার্জী, তোতা সেখ ও রামপ্রসাদ সাহার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির কর্মী মনোজ লেট। যদিও এই বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে, ‘’TMC-র কোনও অনুষ্ঠানে যাবেন না। তাদের বাড়ি যাবেন না। তৃণমূলের কাউকে কোনও অনুষ্ঠানে নিজের বাড়ি নিমন্ত্রণ করবেন না।'' নিদান অর্জুন সিংয়ের। দলীয় কর্মীদের মানসিক ভাবে চাঙ্গা করতেই অর্জুনের তৃণমূলের বিরুদ্ধে এই ফতোয়া বলেই মনে করছে রাজনৈতিক মহল।
‘’ঝান্ডায় রাখো ডান্ডা তৃণমূল হবে ঠান্ডা।'' ঝান্ডায় যদি ডান্ডা না থাকে তৃণমূল কে ঠান্ডা করা যাবে না। এবার এমন স্লোগান তুললেন অর্জুন সিং। তিনি আরও বলেন, ‘’সুপ্রিম কোর্ট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে না পাঠায়, যেসব পুলিশ ফাইল চুরি করতে সাহায্য করেছে তাদের সাসপেন্ড না করে তা হলে কোর্টের প্রতি আস্থা কমে যাবে। আর যদি তাই হয় আমি থানায় ঢুকে আমার নামে যে ২৫৬ খানা কেস আছে সব কাগজ ছিনিয়ে নিয়ে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক আইন আর অর্জুন সিং এর জন্য অন্য আইন এটা হতে পারে না।''
এছাড়াও অর্জুন সিংয়ের আরও নিদান, ‘’কোনও বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের বাড়িতে নেমন্তন করলে খেতে যাবেন না। কাউকে নেমন্তন্নও করবেন না। মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করলে হবে না।''
এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় এই বিষয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ সেন বলেন, ‘’একজন গুন্ডা মাস্তানের কথার কোনও জবাব দিতে রাজি নই। তবে একজন ভালো মানুষের কাছ থেকে ভালো কথা আশা করা যায়। কিন্তু একজন গুন্ডা মস্তানের কাছে গুন্ডামির কথাই শুনতে হবে। আর ও বলছে ফাইল তুলে নিয়ে আসবে। ওর কত ক্ষমতা আছে? ডান্ডা দিয়ে ঠান্ডা করবে?'' পাল্টা চ্যালেঞ্জ দিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


