সংক্ষিপ্ত

বুধবার দল নিয়ে কথা বলার জন্য বৃহস্পতিবারই অর্জুনকে সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

 

শুভেন্দু অধিকারীর এবার অর্জুন সিং। দলের কথা প্রকাশ্যে বলার জন্য সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট হিসেবে অর্জুন সিং। বুধবার রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির সভা ছিল। সেখানেই দল সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছিলেন অর্জুন সিং। তাতেই সতর্ক করেন সুকান্ত মজুমদার।

অর্জুন সিং-এর মন্তব্যঃ

বুধবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছিলেন, 'বাংলায় ভোট করাতে হয়। ভোট করাতে গেলে সংগঠন দরকার। ঘরে বসে শুধু আলোচনা করলে হবে না। মাঠে ময়দানে তা বাস্তবায়িত করতে হবে। ' অর্জুন সিং-এর বক্তব্য ছিল দলের উর্ধ্বতন সংগঠকদের জন্য।

কিন্তু বৃহস্পতিবারই অর্জুনকে সতর্ক করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদারের মন্তব্যঃ

দলের কথা দলের মধ্যেই রাখা উচিৎ। সংবাদমাধ্যমের সামনে বলা উচিৎ নয়। সুকান্ত আরও বলেন, কথা বলার অনেক জায়গা রয়েছে। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা , বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে , অমিত মালব্য রয়েছেন। দলের বিষয়টা দেখার জন্য তারা রয়েছেন। তিনি আরও বলেন, কোনও এলাকায় যদি সংগঠন দুর্বল হয় তাহলে তার দায় নিচুতলার কর্মী থেকে শুরু করে উপরতলার কর্মী - সকলেরই। তিনি আরও বলেছেন, দায় সকলের।

শুধু অর্জুন সিং নয়, বুধবার দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। তিনি বিষ্ণুপুর থেকে তাঁর স্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে হারিয়েও দলের সংগঠন দুর্বল হয়ে গেছে বলেও অভিযোগ করেছিলেন। তাই ওয়াকিবহাল মহলের ধারনা অর্জুনের পাশাপাশি সুকান্ত মজুমদার সৌমিত্র খানকেও সতর্ক করেছেন।