সংক্ষিপ্ত
রাস্তার উদ্বোধন করতে গিয়ে খড়্গপুরে রীতিমত মেজাজ হারান প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। 'প্রাক্তন সাংসদকে এলাকায় দেখা যায় না কেন?' কিছু মহিলা এই প্রশ্ন করা মাত্রই পাল্টা ঘুরে দাঁড়িয়ে Dilip Ghosh-এর সটান জবাব, ''এই এলাকায় যে রাস্
Dilip Ghosh: ফের বেলাগাম দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খড়্গপুরে রাস্তার উদ্বোধন করতে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। গলা টিপে দেওয়ার হুমকিও দিলেন মহিলাদের। যা নিয়ে রীতিমত শুরু রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, রাস্তার উদ্বোধন করতে গিয়ে খড়্গপুরে রীতিমত মেজাজ হারান প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। 'প্রাক্তন সাংসদকে এলাকায় দেখা যায় না কেন?' কিছু মহিলা এই প্রশ্ন করা মাত্রই পাল্টা ঘুরে দাঁড়িয়ে Dilip Ghosh-এর সটান জবাব, ''এই এলাকায় যে রাস্তা তৈরি হয়েছে, সেই টাকা আমি দিয়েছি। কারও বাপের টাকা না।" নিজের দল ভিখিরি নয় বলেও দাবি করেন তিনি। বলেন, ''বেশি চিৎকার করলে গলা টিপে দেবো।'' এরপর উত্তেজিত মহিলারা তার দিকে তেড়ে গেলে নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দেন।
দিলীপ ঘোষের অভিযোগ, রাস্তার উদ্বোধনে তিনি আসায় তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক অযথা গোলমাল পাকানোর চেষ্টা করেছে।খড়গপুরের ৬ নং ওয়ার্ডে সাংসদ তহবিল থেকে প্রাপ্ত টাকায় ঢালাই কংক্রিটের রাস্তা উদ্বোধনে বাধা দেওয়া হয় এবং অকারণে অশান্তি সৃষ্টি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের। সেই বিষয়ে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য করতে শোনা যায় যে, এই রাস্তার উদ্বোধনের জন্য ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যানকে ডাকা হয়েছিল তিনি আসেননি।
বৃহস্পতিবার দিলীপ ঘোষ একটি জায়গায় ক্রিকেট ম্যাচের উদ্বোধন করতে গিয়েছিলেন। তিনি যাচ্ছেন বলে খবর পেয়ে তৃণমূল যায়নি। তৃণমূল কোনও ভালো কাজে বাম লাইনে থাকে না। খালি এই ধরনের গোলমাল পাকানোর চেষ্টা করে বলে অভিযোগ দিলীপ ঘোষের। যদিও এলাকার মহিলাদের অভিযোগ, দিলীপ ঘোষকে সাংসদ পদ থেকে চলে যাওয়ার পর আর এলাকায় দেখা যায় না। তাঁকে মাঝেমধ্যে আসতে হবে এই আর্জি জানানোর পর, তিনি মেজাজ হারিয়ে মহিলাদের সামনে বাপ তুলে মন্তব্য করেন।
জানা গিয়েছে, সেই সময় মহিলারা প্রতিবাদ করলে তাঁদের গলা টিপে দেবেন বলে হুমকি দেন। দিলীপ ঘোষের সঙ্গে থাকা বিজেপি কর্মী সমর্থকরা কিছুটা এই ঘটনায় হক চকিয়ে যায়। সকলে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে দিলীপ ঘোষের অভিযোগ, খড়গপুর পুরসভায় কে চেয়ারম্যান হবেন ? তাই নিয়ে লড়াই চলছে তৃণমূলের ভিতরে। তৃণমূল কোন উন্নয়নে নেই। সব জায়গায় কর্মী সমর্থকদের লেলিয়ে দিচ্ছে।
তাঁর আরও বক্তব্য, ''সাংসদ তহবিলের টাকা থেকে তিনি ওই রাস্তা তৈরির খরচ দিয়েছেন। এলাকা নিচু রীতিমতো মাটি দিয়ে রাস্তা উঁচু করে তারপর ঢালাই করতে হয়েছে। ফলে উদ্বোধন তিনি করবেন।'' দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য বরাবরই খবরের শিরোনামে উঠে আসে। ফের আরেক বার এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপির (BJP Bengal) প্রাক্তন সভাপতি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।