- Home
- West Bengal
- West Bengal News
- 'আমি কাউকে ওড়াই না', মোদীর সভা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপির দিলীপ ঘোষের
'আমি কাউকে ওড়াই না', মোদীর সভা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপির দিলীপ ঘোষের
দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁকে দুর্গাপুরের কর্মীরা বলেছেন, 'দিলীপ দা আসুন, আমরা একসঙ্গে বসে প্রধামন্ত্রী মোদীর বক্তব্য শুনি '। দুর্গাপুরের দলীয় কর্মীদের ডাকে সাড়া দিয়েই তিনি যাচ্ছেন বলেও জানিয়েছেন।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, দলের কর্মীরা তাঁকে ডেকেছেন। সেই কারণেই তিনি দুর্গাপুরে মোদীর জনসভায় যাবেন।
দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁকে দুর্গাপুরের কর্মীরা বলেছেন, 'দিলীপ দা আসুন, আমরা একসঙ্গে বসে প্রধামন্ত্রী মোদীর বক্তব্য শুনি '। দুর্গাপুরের দলীয় কর্মীদের ডাকে সাড়া দিয়েই তিনি যাচ্ছেন বলেও জানিয়েছেন।
দিলীপ ঘোষ, 'আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি। ওখানে জনসভায় যাওয়ার জন্য দলীয় কর্মীরা জানিয়েছেন।' তিনি জানিয়েছেন, দলীয় কর্মী হিসেবেই দুর্গাপুরে যাবেন। কোনও নেতা বা অধিকারী হিসেবে নয়।
দিলীপ ঘোষ, এদিন মুখ খুলেছেন, তিনি নাম না করে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে নিশানা করেছেন। তিনি বলেছেন, 'আমি কারওর সার্টিফিকেট চাইনি। কাউকে ওড়াতে চাই না। আমার আমলেই এরা পার্টিতে এসেছিলেন। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়ে গিয়েছে। '
দিলীপ এখানেই থামেন নি। তিনি প্রশ্ন তুলেছেন, দল এখন কেন এগিয়ে যাচ্ছে না। তিনি বলেছেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি।
দিলীপ ঘোষ জানিয়েছেন, দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। তিনি বলেছেন, দল তাকে যে কাজ দিয়েছে সেই কাজ তিনি করেছেন। দল যে কাজ তাকে করতে দেবে তা তিনি করবেন। তিনি বলেন, দল যে ভাবে ব্যবহার করবেন সেইভাবেই তিনি কাজ করবেন। তাঁর শেষ কথা হল , ম্যাঁয় হু না!
এর আগের মোদীর সভায় দিলীপ উপস্থিত ছিলে না, সেই সম্পর্কেও তিনি নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, সেই সময় তিনি নিজের কাজে ব্যস্ত ছিলেন। সেই কারণেই মোদীর সভায় উপস্থিত হননি।
বর্তমানে দিলীপ ঘোষ যথেষ্ট সক্রিয়। শমীর ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরই দিলীপ ঘোষ সক্রিয় হচ্ছেন বিজেপির রাজনীতিতে।
শমীক ভট্টাচার্য বিজেপির দায়িত্ব পেয়েই তিনি দিলীপ ঘোষের মানভঞ্জনের উদ্যোগ নিয়েছিলেন। উল্টোদিকে দিলীপ ঘোষও তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
শমীক রাজ্য সভাপতি হওয়ার পরই দিলীপকে দিল্লিতে তলব করা হয়েছিল। তিনি দিল্লিতেও গিয়েছিলেন।

