- Home
- West Bengal
- West Bengal News
- মোদীর দুর্গাপুরের জনসভার সফরসূচি দেখুন, যাত্রাপথের শেষ তিন কিলোমিটারেই থাকবে চমক
মোদীর দুর্গাপুরের জনসভার সফরসূচি দেখুন, যাত্রাপথের শেষ তিন কিলোমিটারেই থাকবে চমক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হবে দুর্গাপুরে। বিহারের নির্বাচনী প্রচার সেরেই তিনি দুর্গাপুরে পা রাখবেন। কিন্তু তাঁর দুর্গাপুর সভা ঘিরে রয়েছে একাধিক চমক।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হবে দুর্গাপুরে। বিহারের নির্বাচনী প্রচার সেরেই তিনি দুর্গাপুরে পা রাখবেন। কিন্তু তাঁর দুর্গাপুর সভা ঘিরে রয়েছে একাধিক চমক।
১৮ জুলাই মোদীর সভা ঘিরে রোডশোর মত ব্যবস্থা রাখতে চাইছে বিজেপির নেতা কর্মীরা। তেমনই উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির।
তবে কোনও ঘোষিত রোডশো হবে না। জনসভার মাঠে পৌঁছানোর এমন ব্যবস্থা করা হবে যাতে নরেন্দ্র মোদী যাত্রাপথেই জনসংযোগ করতে পারেন।
শুক্রবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামের জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মোদীর সফরসূচি ঘোষণা করা হয়েছে।
বিজেপি সূত্রের খবর বিহারের সভা সেরেই এই রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। পাটনা থেকে অন্ডাল বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে যাবেন সভাস্থলে।
অন্ডাল থেকে দুর্গাপুরের সভাস্থলের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টারে যাবেন না। তিনি সড়ক পথেই যাবেন দুর্গাপুরে।
যাত্রাপথের শেষ তিন কিলোমিটার থাকবে বিশেষ চমক। শেষ তিন কিলোমিটার তিনি গাড়ির পাদানিতে হাত নাড়তে নাড়তে উপস্থিত জনতার সঙ্গে জনসংযোগ করতে করতে যাবেন।
ইতিমধ্যেই গোটা রাস্তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে রাস্তার দুই ধার ইতিমধ্যেই বিজেপির ফ্লেক্স, ফেস্টুন, ব্যানার , বিজেপির পতাকা দিয়ে সজানা হয়েছে।
মোদীর এই জনসভার দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা সুনীল বনসল। ইতিমধ্যেই তিনি দুর্গাপুরে ঘাঁটি গেড়েছেন। মোদীর যাত্রাপথ ঢেলে সাজানো হচ্ছে।

