সংক্ষিপ্ত

জন বার্লা , বিজেপি নেতা। চা শ্রমিকদের মধ্যে জনপ্রিয়। বর্তমানে গেরুয়া শিবির থেকে কিছুটা দূরত্ব বাড়িয়েছেন জন । বার্লা।

বদলে যাবে উত্তরবঙ্গের রাজনীতি? ২৩ জানুয়ারি আলিপুরদুয়ারে (Alipurduar) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (CM Mamata Banerjee ) আমন্ত্রিতের তালিকায় সেই ইঙ্গিত দিচ্ছে। কারণে মমতার সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ জন বার্লা(John Barla)।। তিনি সভায় উপস্থিত থাকবেন বলেও ঘনিষ্ট মহলে জানিয়েছেন।

জন বার্লা , বিজেপি নেতা। চা শ্রমিকদের মধ্যে জনপ্রিয়। বর্তমানে গেরুয়া শিবির থেকে কিছুটা দূরত্ব বাড়িয়েছেন জন । বার্লা। যদিও মমতার বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠাম মঞ্চেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন কিনা তাই নিয়ে জিজ্ঞাসা করা হলে সরসরি সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। বলেছেন, 'ওটা সরকারি অনুষ্ঠান। সেখানে আমাকে ডাকা হয়েছে। আমি ও আমারর লোকজন ওখানে যাব। ডুয়ার্সের নানা দাবি রয়েছে। হাসিমারা এয়াপোর্ট নিয়ে কথা বলব। উনি মুখ্যমন্ত্রী। ওঁকে উপেক্ষা করা ঠিক নয়।' তবে তৃণমূলে যোগ দানের প্রসঙ্গে তিনি বলেছেন, দেখুন কী হয়। তিনি আরও জানিয়েছেন, অনেক ইস্যু আছে। দাবি আছে। ডুয়ার্সের উন্নয়নের দাবি। তিনি আরও জানিয়েছেন, তিনি একা নন, তাঁর সঙ্গে অনেকেই রয়েছেন।

দিল্লি এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন জন বার্লার স্ত্রী। তিনিও রয়েছেন দিল্লিতে। বৃহস্পতিবার সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি সাহায্য প্রদানের অনুষ্ঠান রয়েছে। সেখানেই আমন্ত্রণ জানান হয়েছে জন বার্লাকে। বুধবার দিল্লি থেকে আলিপুর ফিরে মমতার সভায় যোগদানের কথা রয়েছে জন বার্লার।

২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল জন বার্লাকে। বিপুল ভোটে জয়ী হয়েছিল। কিন্তু ২০২৪ সালে বিজেপি টিকিট দেয়নি। তারপর থেকেই পদ্ম শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব ধীরে ধীরে বাড়ছে। তাই জন বার্লার দলবদল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।