Abhijit Gangopadhyay News: তমলুকের বিজেপি সাংসদ (Tamluk MP) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে আপাতত উদ্বেগ কেটে গিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তমলুকের সাংসদ।
Abhijit Gangopadhyay Health News: তমলুকের (Tamluk) বিজেপি সাংদ (BJP MP) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কিছুটা কমে গেল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ায় দিল্লি এইমস (AIIMS Delhi) হাসপাতাল থেকে ছুটি পেলেন অভিজিৎ। মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনই কলকাতায় ফিরছেন না তমলুকের সাংসদ। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই কারণে আপাতত দিল্লিতেই থাকছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তলপেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে গত মাসে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় আইসিইউ-তে রাখা হয়। পরবর্তীকালে তাঁর প্যাংক্রিয়াসের সমস্যা দেখা যায়। কলকাতার হাসপাতালে চিকিৎসা হলেও, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। এই কারণে তাঁকে দিল্ল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। বিজেপি নেতৃত্বও এই সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করেন। দিল্লি এইমসে চিকিৎসার পর অভিজিতের শারীরিক অবস্থার উন্নতি হল।
অভিজিতের পাশে বিজেপি নেতৃত্ব
কলকাতার হাসপাতালে ভর্তি থাকার সময় তমলুকের সাংসদকে দেখতে গিয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা। দিল্লি এইমসেও অভিজিৎকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তমলুকের সাংসদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda), সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। দিল্লি এইমসে ভর্তি হওয়ার পর অভিজিতের শরীর থেকে ফ্লুইড বের করা হয়। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। কলকাতার হাসপাতালে ভর্তি থাকার সময়ও তমলুকের সাংসদের শরীর থেকে ফ্লুইড বের করা হয়। চিকিৎসার পর তিনি আপাতত স্থিতিশীল। এই কারণেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল।
কবে কলকাতায় ফিরবেন অভিজিৎ?
দিল্লি এইমস সূত্রে খবর, এখন অভিজিৎকে দূরে কোথাও যাত্রা করতে বারণ করা হয়েছে। এই কারণেই তিনি আপাতত কলকাতায় ফিরছেন না। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তারপরেই তিনি কলকাতায় ফিরতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


