- Home
- West Bengal
- West Bengal News
- Abhijit Gangopadhyay: যোগ্য-অযোগ্য বাছাই নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ অভিজিতের, বিশেষ পরামর্শ যোগ্যদের
Abhijit Gangopadhyay: যোগ্য-অযোগ্য বাছাই নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ অভিজিতের, বিশেষ পরামর্শ যোগ্যদের
Abhijit Gangopadhyay: চাকরিহারা সকলেই। কিন্তু অযোগ্যদের জন্য যোগ্য প্রার্থীদের চাকরি গেল। তালিকায় যেমন রয়েছেন বিশ্ববিদ্যালয়ের টপার। তেমনই রয়েছে পরিশ্রমী যোগ্য প্রার্থী। যোগ্য প্রার্থীদের টিপস দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
- FB
- TW
- Linkdin
)
চাকরিহারা ২৬০০
সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে চাকরিহারা প্রায় ২৬ হাজার। কিন্তু অযোগ্যদের সঙ্গে যোগ্যরাও রয়েছে। সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট।
যোগ্যদের টিপস
চাকরিহারা সকলেই। কিন্তু অযোগ্যদের জন্য যোগ্য প্রার্থীদের চাকরি গেল। তালিকায় যেমন রয়েছেন বিশ্ববিদ্যালয়ের টপার। তেমনই রয়েছে পরিশ্রমী যোগ্য প্রার্থী। যোগ্য প্রার্থীদের টিপস দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
যোগ্য - অযোগ্য আলাদা করা সম্ভব
প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের এখনও আলাদা করা সম্ভব। তিনি আরও জানিয়েছেন, তিনি বিচারপতি থাকাকালীন প্রায় প্রচুর প্রার্থী আলাদা করেছিলেন।
যোগ্য প্রার্থীদের করণীয়
অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য প্রার্থীদের , যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ টিপস দিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছে, সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন জমা দিতে।
অভিজিতের বার্তা
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'নিয়োগে যে দুর্নীতি হয়েছিল, তা তো দিনের আলোর মতো পরিষ্কার। যাঁরা অভিযুক্ত, তাদের জেরা করলেই জানা যাবে জালিয়াতি করে কারা চাকরি পেয়েছিল।'
মতাকে নিশানা
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বলেছেন, 'তৃণমূলের তরফ থেকে আমাদের ফ্রি হ্যান্ড দিক, কারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদের তালিকাটা বের করে দেব।'
যোগ্য অযোগ্য বাছাই
অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, তিনি তাঁর বা তাঁর এখনও যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করতে পারবে। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাই করা সম্ভব।
প্রথম রায়
নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর রাজ্য যায় ডিভিশন বেঞ্চে। তারপর সুপ্রিম কোর্টে। প্রত্যেকটা ক্ষেত্রেই স্পষ্ট যে নিয়োগে দুর্নীতি হয়েছে।
অভিজিতের নিশানায় মমতা
নাম না করেই অভিজিৎ নিশানা করেন মমতাকে। তিনি বলেন, 'ওই ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন। ব্যাপক জোচ্চুরি করেছিলেন। সুপ্রিম কোর্টেও বলছে ব্যাপক দুর্নীতি।'
জট ছাড়ায়নি রাজ্য
অভিজিৎ জানিয়েছেন, কেন রাজ্য সরকার অযোগ্য আর যোগ্যদের জট ছাড়ায়নি। অভিজিৎ বলেন, 'তাঁকে যারা অ্যাডভাইস দিলেন কিছু প্রাক্তন জজ আছেন আরও কয়েকজন আছেন তাদের নাম বলতে চাই না এখন, তারা অ্যাডভাইস করলেন আপনি যারা ঠিকভাবে চাকরি পেয়েছেন আর টাকা দিয়ে পেয়েছেন তাদের জটটা ছাড়াবেন না। এতে বাধ্য় হবে সকলের চাকরি রেখে দিতে। কিন্তু আদতে তা হয়নি।'