SSC Case Protest : 'একটু পরে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে!' চাকরিহারাদের ধর্নায় বিজেপির অভিজিৎ

Abhijit Ganguly SSC Case Protest : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কর্মচ্যুত হওয়া শিক্ষক ও কর্মচারীরা আজ সল্টলেকের এসএসসি ভবনের সামনে ধর্নায় বসেছেন। প্রতিবাদের মাত্রা আরও বাড়িয়ে তাঁরা অনশন-আন্দোলনের পথ নিয়েছেন।

Share this Video

Abhijit Ganguly SSC Case Protest : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কর্মচ্যুত হওয়া শিক্ষক ও কর্মচারীরা আজ সল্টলেকের এসএসসি ভবনের সামনে ধর্নায় বসেছেন। প্রতিবাদের মাত্রা আরও বাড়িয়ে তাঁরা অনশন-আন্দোলনের পথ নিয়েছেন।

ধর্নাস্থলে উপস্থিত হয়ে তাঁদের সমর্থনে এগিয়ে এসেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলী, অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলী

চাকরিহারারা তাঁদের মূল দাবি হিসেবে তুলে ধরেছেন OMR শিটের মিরর ইমেজ প্রকাশের বিষয়টি, যা তাঁদের মতে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সহায়ক হবে।

ধর্না ও অনশন ঘিরে এলাকায় উত্তেজনা বাড়ছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি না মানা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।

Related Video