- Home
- West Bengal
- West Bengal News
- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট পেতে নতুন পরিকল্পনা বিজেপির! কাজ শুরু পুজোর পরেই
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট পেতে নতুন পরিকল্পনা বিজেপির! কাজ শুরু পুজোর পরেই
BJP News: উৎসবের মরশুম চলছে। কিন্তু বিজেপি নেতারা ব্যস্ত রণকৌশল ঠিক করতে। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। এবার নবান্ন দখলে মরিয়ে গেরুয়া শিবির। আর সেই কারণেই এখন থেকেই রণকৌশল ঠিক করছে বিজেপি। বিজেপির মাথাব্যাথার কারণ রাজ্যের মুশলিম ভোট।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন
উৎসবের মরশুম চলছে। কিন্তু বিজেপি নেতারা ব্যস্ত রণকৌশল ঠিক করতে। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। এবার নবান্ন দখলে মরিয়ে গেরুয়া শিবির। আর সেই কারণেই এখন থেকেই রণকৌশল ঠিক করছে বিজেপি। বিজেপির মাথাব্যাথার কারণ রাজ্যের মুশলিম ভোট।
মুসলিম ভোট
ওয়াকিবহাল মহলের মত এই রাজ্যে ভোট যুদ্ধে শেষ হাসি সেই হাসবে যার ঝোলাতে যাবে মুসলিম ভোট। কিন্তু বিজেপি কট্টর হিন্দুদের দল। আর সেই কারণে মুসলিম ভোট রাজ্য বিজেপির নেতাদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এবার তাই অন্য রণকৌশল তৈরি করছে বিজেপি।
মুসলিম ভোট পেতে
মুসলিম ভোট পেতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে বিজেপি। এবার মুসলিম ভোট পেতে মুসলিম প্রার্থী দাঁড় করাতে পারে বিজেপি। তবে বিজেপিতে মুসলিম প্রার্থী পাওয়া কিছুটা হলেও কঠিন। আর মুসলিম প্রার্থী হলেই যে বিজেপির ভোট ব্যাঙ্ক যে বাড়বে তেমন কোনও নিশ্চয়তা নেই। পাশাপাশি রয়েছে বিশ্বাসযোগ্যতার প্রশ্নও।
সাবধানী বিজেপি
আর সেই কারণেই যথেষ্ট সাবধানী বিজেপি। এবার নিতে পারে সম্পূর্ণ অন্য পদক্ষেপ। বিজেপি সরাসরি মুসলিম প্রার্থী দাঁড় করাতে চাইছে না। ঘুরিয়ে দাঁড় করাতে চাইছে। সেই কারণেই নানা রকম বিষয় নিয়ে আলোচনা করছে বজেপি নেতারা। তেমনই বলছে বিজেপির একটি সূত্র।
ঘুর পথে মুসলিম প্রার্থী!
বিজেপির একটি সূত্রের খবর, বিজেপি নেতারা ঘুর পথে বিজেপি প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা করছে বলে বিজেপি সূত্রের খবর। আর সেই কারণে নির্দল বা প্রতীকহীন প্রার্থী দাঁড় করাতে পারে বিজেপি। আর সেই কারণে সমাজে প্রভাবশালী, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, খেলোয়াড়়, ধর্মীয় বিষয় জ্ঞান রয়েছে এমন ব্যক্তিদের নির্দল প্রার্থী করতে পারে।
টার্গেট আসন
বিজেপি সূত্রের খবর২০২১ সালে যে সব কেন্দ্রগুলিতে তৃণমূল কংগ্রেস ৫-১০ হাজার ভোটে হেরেছিল সেই কেন্দ্রগুলিকেই টার্গেট করতে পারে। আর সেই কারণে সংশ্লিষ্ট আসনগুলি সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছে বিজেপি নেতারা। সংশ্লিষ্ট আসনগুলির বাসিন্দাদের বিষয়ও খোঁজ খবর নেওয়ার কাজ শুরু করতে পারে। যদিও এখন নয়। কোজাগরী লক্ষ্মী পুজোর পরই এই বিষয়ে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বিজেপির।

