
Nandigram : শুভেন্দু গড়ে ফের পদ্ম ঝড়, সমবায় ভোটে হেরে সাফ তৃণমূল, বিধানসভা ভোটের আগে বড় বার্তা!
Nandigram : নন্দীগ্রামে সমবায় নির্বাচনে তৃণমূল ও বামেদের বড় ধাক্কা। গাংড়া সমবায় সমিতির ৯টি আসনের সবকটিই দখল করল বিজেপি। ভোটের ফল ঘোষণা হতেই নন্দীগ্রাম জুড়ে শুরু হয়েছে গেরুয়া আবির খেলা।
Nandigram : নন্দীগ্রামের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড় জয় পেল বিজেপি। সমবায়ের ৯টি আসনের সব কটিতেই জয়ী হয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। অন্যদিকে একটি আসনও দখল করতে পারেনি তৃণমূল বা বামেরা।
আজ সকাল থেকেই এই নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামের গাংড়া এলাকায় উত্তেজনা ছিল তুঙ্গে। এই সমবায়ের মোট ৯টি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং বিজেপি। সিপিএম লড়াই করেছিল মাত্র ২টি আসনে। টানটান লড়াইয়ের পর ভোট গণনা শুরু হলে দেখা যায়, সব কটি আসনেই বিজেপি প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই জয়ের উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। এলাকায় গেরুয়া আবির মেখে বিজয় মিছিল করেন তারা। নন্দীগ্রামের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় সমবায় নির্বাচনে এই নিরঙ্কুশ জয় বিজেপির কাছে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই জয় আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।