
বিজেপির তেরঙ্গা যাত্রায় 'ব্ল্যাকআউট'! ক্ষোভে চরম কথা বলে দিলেন সুকান্ত
Tiranga Yatra BJP West Bengal : কেষ্টপুর থেকে হলদিরাম পর্যন্ত বিজেপির তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল চলাকালীন ভিআইপি রোডে হঠাৎ নিভে যায় রাস্তার আলো। এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে সুকান্ত মজুমদার বলেন, "জাতীয় পতাকা নিয়ে মিছিলের সময় ইচ্ছাকৃতভাবে আলো নিভিয়ে দিয়েছে প্রশাসন, এটা তেরঙ্গা যাত্রা আটকানোর চক্রান্ত।"