- Home
- West Bengal
- West Bengal News
- বিজেপির রাজ্য কমিটিতে কী থাকবেন দিলীপ ঘোষ? অমিত শাহের উপস্থিতিতেই ঘোষণা হতে পারে নতুন কমিটি
বিজেপির রাজ্য কমিটিতে কী থাকবেন দিলীপ ঘোষ? অমিত শাহের উপস্থিতিতেই ঘোষণা হতে পারে নতুন কমিটি
বঙ্গ সফরে আসছেন বিজেপি নেতা অমিত শাহ। কিন্তু ঠাসা কর্মসূচি। দলীয় কর্মসূচি রয়েছে। বিজেপি সূত্রের খবর অমিত শাহের উপস্থিতিতে নতুন রাজ্য কমিটির ঘোষণা করতে চলেছে বিজেপি।

অমিত শাহের রাজ্য সফর
বঙ্গ সফরে আসছেন বিজেপি নেতা অমিত শাহ। কিন্তু ঠাসা কর্মসূচি। দলীয় কর্মসূচি রয়েছে। বিজেপি সূত্রের খবর অমিত শাহের উপস্থিতিতে নতুন রাজ্য কমিটির ঘোষণা করতে চলেছে বিজেপি। প্রশ্ন সেই কমিটিতে কি থাকবেন বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ?
নতুন রাজ্য কমিটি
ইতিমধ্যেই বিজেপির বর্তমান রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য নতুন রাজ্য কমিটির সদস্যদের নামের তালিকা দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সেই তালিকায় কি রয়েছেন দিলীপ ঘোষের নাম। তাই নিয়েই রাজ্য বিজেপিতে জল্পনা তুঙ্গে। কিন্তু বিজেপির নেতারা সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
অমিত শাহের সফর
২৯ ডিসেম্বর রাজ্য আসছেন বিজেপি নেতা অমিত শাহ। ৩০ ও ৩১ ডিসেম্বর একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে তাঁর। অমিত শাহের সফর ঘিরে অভিনত পরিকল্পনা নিয়েছে বিজেপির যুব মোর্চা। বাইক ব়্যালি করবে। কলকাতা বিমানবন্দর থেকে নিউটাউন পর্যন্ত বাইক মিছিলই পৌঁছে দেবে অমিত শাহকে।
বিজেপির পুনর্মিলন উৎসব
অমিত শাহের সফরের আগেই বঙ্গে আদি বিজেপি নেতাদের পুনর্মিলন উৎসব হয়েছে। লক্ষ্য ২৬ সালের ভোটের আগেই বিজেপির পুরনো নেতাদের সক্রিয় করা। সেখানেও একগুচ্ছ কর্মসূচি ছিল বিজেপির।
ডাক পাননি দিলীপ ঘোষ
কিন্তু এই কর্মসূচিতেও ডাক পাননি দিলীপ ঘোষ। তাই নতুন রাজ্য কমিটিতে দিলীপ ঘোষ থাকবেন কিনা তা নিয়েও জল্পনা তুঙ্গে। নতুন রাজ্য কমিটির ঘোষণা হলেও তাতে নাম না থাকা বিজেপি নেতারা বিক্ষোভ দেখাতে পারেন এমন আশঙ্কা রয়েছে। তাই বিজেপির রাজ্য কমিটির ঘোষণা কখন হবে তাও স্পষ্ট করে কিছুই বলছে না বিজেপি নেতারা।

