সংক্ষিপ্ত

বিজেপি নেতা জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরে দুই দিনের একটি দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রস সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ আন্দোলন শুরু করার ওপর জোর দিয়েছেন

তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করবেন। এদিন এই কথা জানিয়েছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তিনি বলেন, 'কেলেঙ্কারিতে কলঙ্কিত তৃণমূল কংগ্রেস', বর্তমানে দলের একাধিক নেতা মন্ত্রী রয়েছে গারদের পিছনে। আর বিষয় নিয়ে জনগণকে সচেতন করতে পথে নামবে গেরুয়া শিবির।

বিজেপি নেতা জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরে দুই দিনের একটি দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রস সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ আন্দোলন শুরু করার ওপর জোর দিয়েছেন। জনগণের ক্রমবর্ধমান ক্রোধকেই হাতিয়ার করার ওপর জোর দিয়েছেন তিনি। তিনি বলেন বর্তমানে বিজেপি দাবি জানাবে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তৃণমূলের আরও বেশি দুর্নীতিগ্রস্ত নেতাদের যাতে দ্রুত গ্রেফতার করা হয়।

বিজেপির বাংলার ইনচার্জ মঙ্গল পাণ্ডে, রাজ্যসভাপকি সুকান্ত মজুমদার, জাতীয় সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন দুই দিনের দলীয় বৈঠকে। সেখানেই নারগিকত্ব সংশোধনীয় আইন সিএএ ও এনআরসি নিয়ে প্রচার চালাবে বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই দুটি আইন নিয়ে তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে তারও বিরোধিতা করা হবে দলীয় সভায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতা আরও বলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন, বর্তমানে তৃণমূলের অবস্থা খুবই খারাপ, দলের একাধিক নেতার নাম দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। এই অবস্থায় রাজ্যের সাধারণ মানুষও মমতা-সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে। তৃণমূল সরকার একাধিক ক্ষেত্রে ব্যর্থ বলেও অভিযোগ উঠতে শুরু করেছে। মানুষের এই ক্ষোভকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতা আরও বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ৪২টির মধ্যে ২৫টি আসনে জয়ী হবে। গত নির্বাচনের তুলনায় আরও সাতটি আসন বেশি পাবে। তিনি বলেন, বিজেপির বুথ স্তর থেকেই তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করার পরিকল্পনা গ্রহণ করেছে। বুথ স্তর থেকেই বিজেপি দলীয় সংগঠনকে জোরদার করার প্রক্রিয়াও শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।