সংক্ষিপ্ত
আনন্দে মাতলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। নির্বাচনের শেষে ফুলের মালা পরিয়ে মিষ্টিমুখ করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় গেরুয়া শিবিরের সমর্থকদের।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠনের ভোটে বিপুল জয় পেলেন বিজেপি সমর্থিত প্রার্থী। জয়ী প্রার্থীকে নিয়ে ব্যাপক উচ্ছ্বাসিত শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি সংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মেতে ওঠেন এলাকার অন্যান্য বিজেপি নেতৃত্বরাও। শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে তাঁর সভা হওয়ার আগেই শিক্ষক সংগঠনের এই জয় বিজেপির সমর্থকদের মনে নতুন করে উৎসাহের জন্ম দিল বলে মনে করা হচ্ছে।
পূর্ব মেদিনীপুরের কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠনের নির্বাচন ছিল মঙ্গলবার। সেখানে ভোটার হিসেবে ছিলেন মোট ৩৭৫ জন শিক্ষক ও অধ্যাপক। ভোট দান করেছেন ৩২৯ জন শিক্ষক ও অধ্যাপক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট তিন জন। যদিও কোনও দলীয় প্রতীক ছিল না। ভোটের লড়াইয়ে অংশ নেন বিজেপি সমর্থিত অধ্যাপক চন্দন কুমার মণ্ডল, তৃণমূল সমর্থিত শিক্ষক পুষ্পেন্দু বর্মন ও সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে ছিলেন দীপক দাস। নির্বাচনকে ঘিরে এলাকায় সারা দিন ধরেই উত্তেজনা ছিল চরমে।
কাঁথি সাংগঠনিক জেলার একাধিক তৃণমূল নেতা এই নির্বাচনে জয়ী হওয়ার আশা করেছিলেন। কিন্তু, ভোটের ফলাফলে দেখা যায়, জয় করা তো দূরের কথা, বিজেপির পরে রয়েছে সিপিএম এবং তারও পরে তৃতীয় স্থান পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থী। শিক্ষক চন্দন কুমার মণ্ডল পেয়েছেন ১৩৩ টি ভোট, শিক্ষক দীপক দাস ১১২ টি ও পুষ্পেন্দু বর্মণ ৭৯ টি ভোট পেয়েছেন।
টাউন হলে শিক্ষক সংগঠনের জয়ের পর শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। কাঁথি সংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন, ‘কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠনের নির্বাচনে তৃণমূলের গালে থাপ্পড় দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছে এবার তৃণমূল অর্থাৎ চোরদের ঠিকানা জেলে। বিজেপি বিপুল ভোটে জয়লাভ করল। এখানে তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থান পেল। কাঁথির মাটি বিজেপির মাটি, কাঁথির মাটিতে তৃণমূলের কোনও জায়গা নেই।’
পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান বলেন, ‘আমি একজন শিক্ষক হিসেবে ভোট দিতে গিয়েছিলাম। এটা কোনও দলের নির্বাচন নয়, ট্রাস্ট কমিটির নির্বাচন। এনিয়ে বিজেপি উল্লাসের কারণ দেখছি না।’
আরও পড়ুন-
পোশাক খুলিয়ে সারা গায়ে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বেধড়ক মারধর, হায়দরাবাদে দশ বছরের শিশুর ওপর চূড়ান্ত অমানবিকতা
চিন-আমেরিকায় ব্যাপক হারে ছড়াচ্ছে করোনা, রাজ্যগুলিকে জরুরি চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
চব্বিশে চব্বিশ, অমিত শাহের সফরের পর বঙ্গ বিজেপির উদ্দেশ্যে কড়া ‘টার্গেট’ জেপি নাড্ডার