সংক্ষিপ্ত
মাননীয় মুখ্যমন্ত্রীর একসময়ের নীরব গোয়েন্দা সংস্থাগুলো আজ হঠাৎ করে কেমন করে জেগে উঠল? মমতাকে আক্রমণ সুকান্তর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার 'ব্যর্থ' বলে আক্রমণ করলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। লম্বা সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত রাজ্যে নৈরাজ্য চলছে বলে অভিযোগ করান। আর রাজ্যের এই অস্থিরতার জন্য তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন। সুকান্ত মজুমদার রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে আক্রমণ করে মমতাকে।
সোশ্যাল মিডিয়া এক্স-এর হ্যান্ডেলে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে লেখেন, 'নৈরাজ্যকর শাসন ব্যবস্থা এখন প্রশাসনের সকল স্তরের কর্মচারীদের দুর্নীতিতে জড়িয়ে ফেলেছে। এত দিন ধরে, সরকারি পৃষ্ঠপোষকতায় অবৈধ অনুপ্রবেশের সুবিধা দেওয়ার গুরুতর অভিযোগ সত্ত্বেও, মুখ্যমন্ত্রী কোনও কর্ণপাত করেননি। তবে হঠাৎ চাপের মুখে তার ছদ্মবেশী পুলিশ বাহিনী এখন নিজ বিভাগের প্রাক্তন কর্মকর্তাদের গ্রেফতার করতে বাধ্য!
মাননীয় মুখ্যমন্ত্রীর একসময়ের নীরব গোয়েন্দা সংস্থাগুলো আজ হঠাৎ করে কেমন করে জেগে উঠল? পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে মমতা দিদির ভোটব্যাঙ্ক সুরক্ষিত করার মরিয়া প্রচেষ্টায় উপর থেকে নিচ পর্যন্ত পুরো পুলিশ বিভাগকে কাজে লাগানো হয়েছিল!
ব্যর্থ মুখ্যমন্ত্রীর লজ্জা লুকানোর জায়গা নেই!'
সম্প্রতি রাজ্যে অনুপ্রবেশ, জঙ্গি প্রবেশ ইস্যুকে সামনে রাখেই বিজেপি রাজ্য সরকারকে আক্রমণ করছে। সম্প্রতি পাসপোর্ট কেলেঙ্কারি রাজ্য পুলিশের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনাকেই সামনে রেখেই বিজেপি নেতা নিশানা করেছেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও রাজ্যের একাধিক ইস্যুতেই বিজেপি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেন। তাদের কথায় রাজ্যের স্বরাষ্ট্র দফতর পুরোপুরি ব্যর্থ। কারণ স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই তাঁকে একাধিকবার সুকান্ত-শুভেন্দুরা নিশানা করেন। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।