Jalpaiguri News: রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর (SIR) প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ উঠেছে। কিন্তু এবার জলপাইগুড়িতে যে কাণ্ড ঘটল, তা অন্য কোথাও দেখা যায়নি। এই ঘটনায় উত্তরবঙ্গে চাঞ্চল্য তৈরি হয়েছে।
KNOW
SIR in West Bengal: মা বিএলও (BLO) হিসেবে দায়িত্বপ্রাপ্ত। কিন্তু তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁর পক্ষে আপাতত এসআইআর সংক্রান্ত কোনও কাজ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে মায়ের সই জাল করে ফর্ম সংগ্রহ বিএলও-র নাবালক ছেলে! এই ঘটনায় জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের খানসাহেব পাড়ার ১৮০ নম্বর বুথ অঞ্চলে চাঞ্চল্য ছড়াল। ওই কিশোরকে আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত ও প্রশাসনের কর্মীরা এলে তাঁদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। তবে এই আশ্বাসে ভুলতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ওই নাবালক ও তাঁর মায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ, এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে অবহেলা, গাফিলতি ও বেনিয়ম বরদাস্ত করা হবে না।
বেআইনি কাজ করেও হুমকি!
জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খান সাহেব পাড়ায় ১৭/১৮০ নম্বর বুথ অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, এই বুথে এক মহিলা বিএলও দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। তিনি এখন অসুস্থ। সে কারণে এসআইআর সংক্রান্ত কাজ করতে পারছেন না। এই সময় তাঁর নাবালক ছেলে মায়ের হয়ে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করে নিয়ে আসছে। শুধু তাই নয়, এনুমারেশন ফর্ম রিসিভ করার সময় সে বিএলও হিসেবে নিজেই তার মায়ের নাম সই করে দিচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে এভাবে এনুমারেশন ফর্ম জমা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাঁদের অভিযোগ, ফর্ম জমা দিতে না চাওয়ায় ওই মহিলা বিএলও-র নাবালক ছেলে তাঁদের হুমকির সুরে জানিয়ে দিয়েছে, ফর্ম জমা না দিলে যদি কোনও অসুবিধা হয়, তার দায়িত্ব তারা নিতে পারবে না।
শনিবার সকাল থেকেই বিক্ষোভ
শনিবার বেলা গড়াতেই সই জাল করে ফর্ম সংগ্রহ করার অভিযোগে বিএলও-র নাবালক ছেলেকে আটকে রাখলেন জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের খানসাহেব পাড়ার বাসিন্দারা। পঞ্চায়েত ও প্রশাসনের কর্মীরা এলে তাঁদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


