
শান্তিপুরে ভোটারদের দুয়ারে BLO-রা, কীভাবে করবেন ফর্ম পূরণ?
West Bengal SIR News : বাংলায় শুরু হয়ে গেল SIR প্রক্রিয়া। এনুমেরেশন ফর্ম নিয়ে দুয়ারে হাজির BLO, নদীয়ার শান্তিপুরে ভোটারদের দুয়ারে BLO, তবে দেখা নেই BLA - 2'র। ফর্ম পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। শান্তিপুরের বিভিন্ন বুথে সুষ্ঠুভাবে এগোচ্ছে SIR প্রক্রিয়া।