- Home
- West Bengal
- West Bengal News
- জরিমানা বাড়ল ১০ গুণ, ট্রাফিক আইন ভাঙলে দিতে হবে মোটা টাকা, লাগু হচ্ছে নয়া নিয়ম
জরিমানা বাড়ল ১০ গুণ, ট্রাফিক আইন ভাঙলে দিতে হবে মোটা টাকা, লাগু হচ্ছে নয়া নিয়ম
ভারত সরকারের নতুন ট্রাফিক আইন চালু হয়েছে, যেখানে জরিমানার পরিমাণ ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও দুর্ঘটনা কমাতে বেপরোয়া ড্রাইভিং এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নয়া নিয়ম-
নতুন ট্রাফিক নিয়ম তৈরি করেছে ভারত সরকার। পুরনো নিয়ম বদলে তৈরি হচ্ছে আরও কঠিন নিয়ম।
জরিমানা ১০ গুণ বৃদ্ধি-
গুরুতর অপরাধের জন্য জরিমানা ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে।
আইন পরিবর্তনের কারণ-
সড়ক নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনা হ্রাস করা। বেপরোয়া গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ট্রাফিক আইন লঙ্ঘন রুখতে এই নিয়ম চালু করা হয়েছে।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো-
এতদিন মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ১০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের জেল অথবা ছয় মাসের জেল হত। এবার থেকে এই দোষে ১৫ হাজার টাকা জরিমানা ও ২ বছর পর্যন্ত জরিমানা হতে পারে।
হেলমেট ছাড়া গাড়ি চালালে-
হেলমেট ছাড়া গাড়ি চালালে ১০০ টাকা জরিমানা হত। এখন থেকে দিতে হবে ১০০০ টাকা। সঙ্গে লাইসেন্স ৩ মাসের জন্য বাতিল হতে পারে।
গাড়ি চালানোর সময় ফোনের ব্যবহার-
গাড়ি চালানোর সময় ফোনের ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা হত। যা বৃদ্ধি করে ৫ হাজার টাকা করা হয়েছে।
নথি ছাড়া গাড়ি চালালে-
নথি ছাড়া গাড়ি চালালে আগে ২ টাকার টাকা জরিমানা হত। যা এবার থেকে দিতে হবে ৫ হাজার।
৩ দিন সওয়ারি
একটি গাড়িতে ৩ দিন সওয়ারি থাকলে ১ হাজার টাকা জরিমানা হত। যা এবার থেকে দিতে হবে ৫ হাজার।
অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্সের মতো দরুরি যানবাহনকে রাস্তা না ছাড়লে ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
নাবালক আইন ভঙ্গ
নাবালক আইন ভঙ্গ করলে জরিমানা ২৫ হাজার টাকা এবং ৩ বছরের কারাদন্ডের নিয়ম চালু করা হয়েছে। সঙ্গে ২৫ বছর পর্যন্ত লাইসেন্স ধারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
