- Home
- West Bengal
- West Bengal News
- Duare Sarkar: দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ করেছে রাজ্য সরকার? মেগা আপডেট
Duare Sarkar: দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ করেছে রাজ্য সরকার? মেগা আপডেট
মাত্র কয়েকদিন আগেই শেষ হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।
- FB
- TW
- Linkdin
)
এবার সেই দুয়ারে সরকার ক্যাম্পেই চাকরির সুযোগ মিলল
রাজ্যের চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের জন্য উদ্যোগ নিয়েছিল আরামবাগ দুয়ারে সরকার ক্যাম্প।
উল্লেখ্য, ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প
এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় একাধিক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা।
তবে চলতি বছরের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্রও বিতরণ করা হল
এই বছর আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের (Duare Sarkar Camp 2025) মাধ্যমে একাধিক চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনের প্রবেশ করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
কিন্তু কীভাবে?
কারণ, দুয়ারে সরকার ক্যাম্পে এতদিন পর্যন্ত একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা মিলত। এখনও তা পাওয়া যায়, কিন্তু তার সঙ্গে আবার এই বিষয়টিও যুক্ত ছিল শেষ দুয়ারে সরকার ক্যাম্পে।
আরামবাগে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র প্রদান
এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তাদের নিয়োগ করেছে।
সূত্রের খবর, পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ৭ জন চাকরিপ্রার্থীকে উপযুক্ত পদে নিয়োগ করা হয়েছে
ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পের (Duare Sarkar Camp News) মাধ্যমে নিয়োগপত্র হাতেও পেয়ে গেছেন নিযুক্ত কর্মীরা।
জানা গেছে, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ডেপুটি ডায়রেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত নিজে উপস্থিত ছিলেন
তিনিই সকল যোগ্য চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে যোগ্য কর্মীদের উপযুক্ত কোম্পানিতে উপযুক্ত পদে নিয়োগ করা হয়েছে
সেক্ষেত্রে এই রাজ্যের যেকোনও বেকার চাকরিপ্রার্থীই এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারেন।
সেইজন্য চাকরিপ্রার্থীদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যেতে হবে
তারপর সেখানে গিয়ে গিয়ে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।
আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী, কর্মী নিয়োগের কোনওরকম সন্ধান থাকলে,
এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে সরাসরি তাঁকে কর্মী হিসেবে নিয়োগ করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।