Basanti News: অমাবস্যার ভরা কটালে ভয়ঙ্কর ধস! ভয়াবহ বিপদের মুখে বাসন্তীর বাসিন্দারা, তবু হুঁশ নেই প্রশাসনের!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পুরন্দর গ্রামে অমাবস্যার কটালের জেরে নদী বাঁধে ধস। প্রায় ৩০০ মিটারজুড়ে বাঁধে ফাটল। এর জেরে চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ বারবার ধস নামলেও মেরামতির উদ্যোগ নেয়নি প্রশাসন।

| Updated : Mar 02 2025, 01:32 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পুরন্দর গ্রামে অমাবস্যার কটালের জেরে নদী বাঁধে ধস। প্রায় ৩০০ মিটারজুড়ে বাঁধে ফাটল। এর জেরে চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ বারবার ধস নামলেও মেরামতির উদ্যোগ নেয়নি প্রশাসন। দ্রুত কাজ শুরু না হলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা।

Related Video