সংক্ষিপ্ত

প্রায় ২ বছর আগে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল তাঁর বান্ধবী অর্পিতাকেও। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর প্রচুর টাকা।

 

বকেয়া লক্ষ লক্ষ টাকা! এবার কী পাবেন? এই আশাতেই দিন গুণছেন বোলপুরের 'অপা' বাংলোর কেয়ারটেকার নিখিল দাস। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। সম্প্রতি তিনি জামিন পেয়েছেন। তার জামিনের খবর বকেয়া ২ লক্ষ টাকা পাওয়ার আশা বুক বাঁধছেন কেয়ারটেকার নিখিল।

প্রায় ২ বছর আগে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল তাঁর বান্ধবী অর্পিতাকেও। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর প্রচুর টাকা। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্পিতার একাধিক সম্পত্তি উদ্ধার করে। যার মধ্যে ছিল বোলপুরের বিলাশবহুল বাংলো 'অপা'। অনেকেরই ধারনা পার্থ আর নিজের নামের সঙ্গে মিলিয়ে বাংলোর নাম রেখেছিলে অর্পিতা। কিন্তু তিনি জেলে বন্দি থাকায় নানা ধরনের টাকা পয়সা আটকে গেছে।

সূত্রের খবর, কেয়ারটেয়ার নিখিলের মাইনে, বিদ্যুতের বিল বাদ প্রায় ২ লক্ষ টাকা বকেয়া রয়েছে। অর্পিতার মুক্তির পর নিখিল আশা করছেন সেই বকেয়া টাকা এবার মিটিয়ে দেবেন মালকিন।

নিখিল আশাবাদী অর্পিতা বকেয়া ২ লক্ষ টাকা মিটিয়ে দেবেন। তবে জামিনের মুক্তির পর এখনও ফোন করেননি অর্পিতা। তবে এখনও আশা ছাড়তে নরাজ নিখিল।

বোলপুরের ভূমি ও রাজস্ব দফতরের খবর অনুযায়ী ফুলডাঙায় ১০ কাঠার বেশি জমির ওপর রয়েছে 'অপা' বাংলো। ২০১২ সালে কলকাতার এক বাসিন্দার কাছ থেকে সেই বাংলো কেনা হয়েছিল। ২০২০ সালে নতুন খতিয়ান রেকর্ড করা হয়। খতিয়ানটি অর্পিতার নামে রেকর্ড করা হয়েছে। স্থনীয়দের কথায় বড়িতে অর্পিতা আর পার্থকে প্রায়ই আশা যাওয়া করতে দেখা যেত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।