সংক্ষিপ্ত
পুলিশের হাতে এসেছে একটি সুইসাইড নোট। তা থেকেই পুলিশের অনুমান কোনও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায়কে।
শনিবার সকালে বাড়ির চিলোকোঠার ঘর থেকে উদ্ধার হয়েছিল ব্যারাকপুর পুরসভার উপ চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের। গত দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নিথর দেহ। কিন্তু কী কারণে মৃত্য়ু- খুন না আত্মহত্যা- তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। তবে জল্পনা বাড়িয়েছে একটি সুইসাইড নোট।
পুলিশের হাতে এসেছে একটি সুইসাইড নোট। তা থেকেই পুলিশের অনুমান কোনও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায়কে। কিন্তু কী সেই ভিডিও? তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সকালেই বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয়েছিল সত্যজিতের দেহ। মৃতের পরিবার ও স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফিরেছিলেন। কিন্তু তারপর আর কারো সঙ্গে কথা বলেননি। কিছু সময় পরে আবার বাড়ি থেকে বেরিয়ে যান। সেই সময় মোবাইলফোনটিও বাড়িতে রেখে গিয়েছিলেন। অনেক রতে বাড়ি ফেরেন। তারপরেও পরিবারের সদস্যদের সঙ্গে তেমনভাবে কথাবার্তা হয়নি। শনিবার সকালেই গলায় দঁড়ি দেওয়া অবস্থায় দেহ উদ্ধার হয়। চিলেকোঠার ঘর তারপর তল্লাশি চালিয়ে পুলিশ একটি চিঠি উদ্ধার করেছে। সূত্রের খবর সেখানেই একটি ভিডিওর কথা রয়েছে। চিঠিটিকে সুইসাইড নোট হিসেবে ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ। তাই কী ভিডিও তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
তবে এখনও পুলিশের কাছে কিছুই স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশ কথা বলছে স্থানীয় বাসিন্দা, পরিবারের সদস্য ও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে। সত্যজিতের মোবাইল ফোনও খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।