- Home
- West Bengal
- West Bengal News
- মোট সম্পত্তিতে CPIM প্রার্থী সুজন চক্রবর্তীকে টেক্কা দিলেন স্ত্রী, দেখুন দম্পতির লক্ষ লক্ষ টাকার সম্পদ
মোট সম্পত্তিতে CPIM প্রার্থী সুজন চক্রবর্তীকে টেক্কা দিলেন স্ত্রী, দেখুন দম্পতির লক্ষ লক্ষ টাকার সম্পদ
- FB
- TW
- Linkdin
সুজন চক্রবর্তী
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বাম প্রার্থী রাজনীতির সঙ্গে জড়িত। সিপিএম -এর সর্বক্ষণের কর্মী তিনি। লোকসভা নির্বাচনের মনোনয়ন দাখিল করেছেন তিনি। সেখানেই তিনি জমা দিয়েছেন তাঁর সম্পত্তির হিসেব নিকেশ।
সঙ্গে স্ত্রী মিলির সম্পত্তিও দাখিল করেছেন তিনি।
সুজনের হাতে নগদ
নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজন চক্রবর্তীর হাতে ক্যাশ রয়েছে ৯ হাজার ৫০০ টাকা।
সুজনের ব্যাঙ্কে টাকা
নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।কালিকাপুরের ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৪৪ হাজার টাকা। এসবিআই-কলকাতা হাই কোর্ট এসপিবি ব্রাঞ্চে রয়েছে ১ লক্ষ ১০৩ টাকা।
বিনিয়োগ নেই সুজনের
নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজন জানিয়েছেন, তাঁর কোনও বিনিয়োগ নেই। গাড়িও নেই। নেআ সোনাদানাও।
সুজনের জমিজমা
নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের একটি চাষযোগ্য জমি রয়েছে। যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। বাস্তু জমি রয়েছে সোনারপুরের কালিকাপুরে। বাজারদল প্রায় ১৬ লক্ষ টাকা। কালিকাপুরে একটি ৭০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। যার দাম ৯ লক্ষ টাকা।
জনের তুলনায় মিলি ধনী
নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের তুলনায় তাঁর স্ত্রী মিলির সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর হাতে ক্যাশ রয়েছে ৬ হাজার টাকা।
সুজনের স্ত্রীর ব্যাঙ্কে টাকা
এসবিআই-চম্পাহাটি ব্রাঞ্চে রয়েছে ৭১ হাজার ৩৫৭ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্ক কালিকাপুরে রয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৬৭ টাকা। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে আড়াই লক্ষ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্ক কালিকাপুর ব্রাঞ্চেই আরও একটি অ্যাকাউন্ট রয়েছে, যার ব্যালেন্স ৮ লক্ষ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্ক টলিগঞ্জ ব্রাঞ্চে রয়েছে রয়েছে ১ লক্ষ ১১ হাজার টাকা।
সুজনের স্ত্রীর বিনিয়োগ
নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের স্ত্রী মিলির পোস্ট অফিসে রয়েছে ৫১ লক্ষ ৮ হাজার টাকা। এলআইসিতে রয়েছে ২৩ লক্ষ টাকা।
মিলির সোনাদানা
সুজনের স্ত্রীর ৭০ গ্রাম সোনা রয়েছে। যার বাজার দল ৪ লক্ষ ৯০ হাজার টাকা।
সুজনের প্রতিপক্ষ
সুজন চক্রবর্তীর প্রতিপক্ষ হলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, বিজেপি শীলভদ্র দত্ত।